Ridge Bangla

মৌচাকে প্রাইভেটকার থেকে দুজনের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

রাজধানীর মৌচাকে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের পার্কিংয়ে এক প্রাইভেটকারের ভেতর থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন জাকির হোসেন ও মিজানুর রহমান। স্বজনরা দাবি করেছেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

পুলিশ জানায়, সোমবার (১১ আগস্ট) বেলা ১১টার দিকে মেডিকেল কলেজের প্রধান নিরাপত্তাকর্মী গাড়িটি চেক করতে গিয়ে ভেতরে দুইজনকে অচেতন অবস্থায় দেখতে পান। ডাকাডাকির পরও সাড়া না পেলে পুলিশে খবর দেওয়া হয়। পরে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

কলেজ কর্তৃপক্ষের তথ্যমতে, রোববার ভোরে সাদা রঙের গাড়িটি পার্কিংয়ে প্রবেশ করে এবং সেখানেই অবস্থান করছিল। গাড়ির মালিক এক আত্মীয়কে দেখতে হাসপাতালে এলেও চালক ও আরেকজন গাড়িতেই ছিলেন। পরে মালিক একাই চলে যান, কিন্তু গাড়ি ও তার সঙ্গে থাকা দুজন সেখানেই ছিলেন।

জাকিরের স্বজনদের অভিযোগ, দুই বছর আগে তিনি এক ট্রাভেল এজেন্সিকে আমেরিকা যাওয়ার জন্য ২৫ লাখ টাকা দিয়েছিলেন। প্রতিশ্রুতি অনুযায়ী ভিসা বা টাকা ফেরত না দেওয়ায় গত ১০ আগস্ট টাকা ফেরত দেওয়ার কথা ছিল। এর পরদিনই জাকির ও তার বন্ধুর মরদেহ উদ্ধার হয়।

ডিএমপির রমনা জোনের ডিসি মাসুদ আলম জানান, এটি হত্যাকাণ্ড নাকি অন্য কিছু, তা নিশ্চিত হতে সিআইডিসহ বিশেষজ্ঞ দল তদন্ত করছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

আরো পড়ুন