Ridge Bangla

মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে যৌথবাহিনীর অভিযান, অস্ত্র উদ্ধার ও আটক কয়েকজন

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদক কারবারি ও সন্ত্রাসীদের ধরতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী অভিযান চালিয়েছে। সোমবার (১১ আগস্ট) রাত ৮টার দিকে শুরু হওয়া এ অভিযানে সন্দেহভাজনদের তল্লাশি এবং ক্যাম্পের বিভিন্ন ভবনে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে হেলমেট, লাইফ জ্যাকেট, ‘সামুরাই’ চাপাতি ও বিভিন্ন ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় বেশ কয়েকজনকে আটক করে যৌথবাহিনী। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এর আগে সোমবার সকালে ক্যাম্পে মাদক বেচাকেনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে একজন নিহত এবং অন্তত তিনজন আহত হন। সংঘর্ষের পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল, যা নিয়ন্ত্রণে আনতে যৌথবাহিনী অভিযান শুরু করে।

স্থানীয়দের অভিযোগ, জেনেভা ক্যাম্প দীর্ঘদিন ধরে মাদক বেচাকেনা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমের জন্য কুখ্যাত। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায়ই বিরোধ ও সংঘর্ষ ঘটে। পুলিশের এক কর্মকর্তা জানান, অভিযানে সেনাবাহিনী, পুলিশ, র‍্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন। অভিযান শেষে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। স্থানীয়দের দাবি, নিয়মিত এমন অভিযান চালানো হলে ক্যাম্পের অপরাধ প্রবণতা কমে আসবে।

আরো পড়ুন