Ridge Bangla

মোহনীয় লুকে প্যারিসে নজর কাড়লেন মেহজাবীন চৌধুরী

সময়ের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর দিনকাল যেন বেশ রঙিন কাটছে। ছোট পর্দার ব্যস্ততা সামলে এখন সময় দিচ্ছেন নিজের জন্য, কাটাচ্ছেন স্বামী পরিচালক আদনান আল রাজিবের সঙ্গে ছুটির রোমাঞ্চকর মুহূর্ত। বর্তমানে তারা অবস্থান করছেন ফ্রান্সের রাজধানী প্যারিসে, যেখানে একান্ত সময় উপভোগ করছেন এই তারকা দম্পতি।

কান চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণের পর থেকেই প্যারিসে অবস্থান করছেন মেহজাবীন। উৎসব শেষে খানিক অবসরে প্রেমঘেরা সময় উপভোগ করছেন আদনানের সঙ্গে। দুজনকে প্রায়ই একসঙ্গে দেখা যাচ্ছে প্যারিসের রাস্তায়, রেস্টুরেন্টে কিংবা কফি শপে।

তবে এবার এককভাবেই আলোচনায় এসেছেন মেহজাবীন। আকাশি রঙের পোশাকে প্যারিসের ঐতিহ্যবাহী ‘ক্যাফে ব্রাসেরি’র সামনে পোজ দিয়ে তোলা তার একাধিক ছবি ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। একটি ছবির ক্যাপশনে লেখেন, “ব্লু-টিফুল”—একটি শব্দেই যেন নিজের মোহনীয় রূপ আর ফ্যাশনের সৌন্দর্য তুলে ধরেছেন তিনি।

একটি ভিডিও পোস্টেও দেখা গেছে তাকে ‘কফি ডেট ইন প্যারিস’ শিরোনামে ক্যামেরার সামনে নিজের স্টাইলিশ উপস্থিতি জানান দিতে। কখনো রেস্টুরেন্টের টেবিলে বসে, আবার কখনো প্যারিসের পথে হাঁটতে হাঁটতে ধরা দিয়েছেন ক্যামেরায়। তার এসব ছবি ও ভিডিওতে ভক্তদের প্রতিক্রিয়াও ছিল দারুণ। অসংখ্য মন্তব্য, প্রশংসা ও ভালোবাসায় ভরে গেছে পোস্টের মন্তব্যঘর।

উল্লেখ্য, দীর্ঘ এক যুগের প্রেমের সম্পর্ক শেষে কিছুদিন আগেই বিয়ে করেন মেহজাবীন ও আদনান। বর্তমানে তারা দাম্পত্য জীবনের শুরুটা বিশ্বভ্রমণের মধ্য দিয়ে উপভোগ করছেন। পাশাপাশি, ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও কাজ করছেন মেহজাবীন। তার অভিনীত চলচ্চিত্র আন্তর্জাতিক উৎসবেও প্রদর্শিত হয়েছে, যা তার অভিনয়জীবনে নতুন এক মাত্রা যোগ করেছে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন