Ridge Bangla

মোদির সাথে পুতিনের ফোনালাপ, ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার (১৮ আগস্ট) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। এর মাত্র কয়েক দিন আগে পুতিন আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেন যুদ্ধ স্থায়ীভাবে শেষ করার সম্ভাবনা নিয়ে বৈঠক করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

এদিন সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়, প্রধানমন্ত্রী মোদি টেলিফোনালাপে ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, এই যুদ্ধের শান্তিপূর্ণ সমাধান প্রয়োজন এবং ভারত এ ব্যাপারে পূর্ণ সমর্থন দিতে প্রস্তুত। পাশাপাশি মোদি ও পুতিন দ্বিপাক্ষিক সহযোগিতার নানা বিষয় নিয়েও আলোচনা করেছেন। দুই নেতা ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার ব্যাপারে একমত হয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পোস্ট করা এক বার্তায় প্রধানমন্ত্রী মোদি লেখেন, “আমার বন্ধু প্রেসিডেন্ট পুতিনকে ধন্যবাদ জানাই ফোন করার জন্য এবং আলাস্কায় প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তার সাম্প্রতিক বৈঠক সম্পর্কে অভ্যন্তরীণ তথ্য শেয়ার করার জন্য।” মোদি বলেন, “ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে ভারত বরাবরই সমর্থন জানিয়ে এসেছে এবং আমরা এ বিষয়ে গৃহীত সব প্রচেষ্টাকে স্বাগত জানাই। আগামী দিনগুলোতে আমাদের মধ্যে আরও আলাপচারিতার অপেক্ষায় রয়েছি।”

বিশ্লেষকদের মতে, এই ফোনালাপ ভারতের কূটনৈতিক ভারসাম্যের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ, যেখানে দিল্লি একদিকে শান্তির পক্ষে অবস্থান নিয়ে চলেছে, অন্যদিকে রাশিয়া ও যুক্তরাষ্ট্র উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ বজায় রাখছে।

আরো পড়ুন