সরকারি চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা ৬০ হাজার ৮৭৫ মেট্রিক টন গম নিয়ে এমভি উইকোটাটি নামের একটি জাহাজ মোংলা বন্দরে নোঙর করেছে। শনিবার খাদ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকার ও যুক্তরাষ্ট্র সরকারের মধ্যে স্বাক্ষরিত জি-টু-জি (সরকার থেকে সরকার) নগদ ক্রয় চুক্তি নম্বর জে টুজি ওয়ান-এর অধীনে গম আমদানির কার্যক্রম চলছে। এই চুক্তির আওতায় মোট ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম আমদানির পরিকল্পনা রয়েছে।
এর অংশ হিসেবে তৃতীয় চালানের এই গমের আগে গত ২৫ অক্টোবর প্রথম চালানে ৫৬ হাজার ৯৫৯ মেট্রিক টন এবং ৩ নভেম্বর দ্বিতীয় চালানে ৬০ হাজার ৮০২ মেট্রিক টন গম দেশে পৌঁছেছিল। তিনটি চালানে মোট ১ লাখ ৭৮ হাজার ৬৩৬ মেট্রিক টন গম এখন পর্যন্ত দেশে এসেছে।
খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, মোংলা বন্দরে পৌঁছানো নতুন চালানের গমের নমুনা পরীক্ষার কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। নমুনা পরীক্ষায় গুণগত মান যাচাই শেষে দ্রুত খালাস কার্যক্রম শুরু করবে বন্দর কর্তৃপক্ষ। চুক্তি অনুযায়ী অবশিষ্ট গম ধাপে ধাপে দেশে পৌঁছাবে বলে মন্ত্রণালয় জানিয়েছে। কর্মকর্তারা বলছেন, দেশে স্থিতিশীল খাদ্য মজুত নিশ্চিত করতে এ ধরনের আন্তর্জাতিক আমদানির কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।