Ridge Bangla

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় জাবি শিক্ষার্থী নিহত

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার ফতেপুর ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম ফারহানা ওয়াহিদা অমি (২৬)।

নিহত ফারহানা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী। তিনি মেহেরপুর শহরের পুরাতন পোস্ট অফিসপাড়ার আব্দুল ওয়াহেদ চঞ্চলের মেয়ে এবং কুতুবপুর স্কুল অ্যান্ড কলেজের গণিত শিক্ষক রাইনুল ইসলামের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রাইনুল ইসলাম মোটরসাইকেলে স্ত্রীকে নিয়ে রামদাসপুর নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথে বালুভর্তি একটি ট্রাককে ওভারটেকের চেষ্টাকালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ইটের গাদায় ধাক্কা খায়। এতে অমি ছিটকে গিয়ে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘাতক ট্রাক চালককে আটক করতে পুলিশের তৎপরতা চলমান।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন