Ridge Bangla

মেহজাবীন চৌধুরীর ‘সাবা’ ছবিতে অভিনয় ক্যারিয়ারে সাফল্যের নতুন দিগন্ত

প্রথমবার বড় পর্দায় অভিনয় করে ক্যারিয়ারে সাফল্যের নতুন দিগন্ত খুলেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। মাকসুদ হোসেন পরিচালিত ছবিতে ‘সাবা’-তেই তার প্রথম অভিষেক। এই ছবিই কপাল খুলেছে মেহজাবীনের জন্য। দেশের প্রেক্ষাগৃহে মুক্তির আগে থেকেই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতে দাপট দেখিয়েছে এই সিনেমা। প্রথমে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, এরপর বুসান উৎসব, ইন্দোনেশিয়া ও সৌদি আরবের রেড সি উৎসব—প্রায় সব জায়গায় ‘সাবা’-র সাফল্যের খবরে আলোড়ন সৃষ্টি হয়েছে। দেশের প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পেয়েছে ২৬ অক্টোবর।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘সাবা’-র প্রশংসায় একটি পোস্ট করেছেন নির্মাতা আশফাক নিপুন। তিনি লিখেছেন, “‘সাবা’ দেখতে বসার সময় আমি জানতামও না, এই সিনেমা আমার ভিতরে এতটা প্রভাব ফেলবে। বাংলাদেশি সিনেমায় মা-মেয়ের এমন চরিত্রায়ণ আগে কখনও দেখিনি। মা-মেয়ের বলা-না বলা আদর, মায়া, জিদ, মান অভিমান, কুৎসিত ঝগড়া—সব কিছুই এত রিয়েল, এত মর্ডান, বুকে গিয়ে লাগে। কোথাও এক বিন্দু আরোপিত কিছু নেই।”

নিপুন আরও বলেছেন, “এই ছবিতে কেউ অভিনয়ই করেনি। প্রতিটা দৃশ্য, চরিত্রের সরলতা ও জটিলতা, তাদের ছোট ছোট চাওয়া-পাওয়া, খুশি—সবই স্বাভাবিক। মেহজাবীন, রোকেয়া প্রাচী, মোস্তফা মনোয়ার, মেহজাবীনের কাজিন চরিত্রের অভিনেত্রী কিংবা সুমন পাটোয়ারী—কেউ অভিনয় করে ‘সাবা’ তৈরি করেনি। এই ছবি শুধু হয়ে গেছে।” তিনি শো শেষে পরিচালক মাকসুদ হোসেনকে পাঠানো একটি মেসেজেও উল্লেখ করেছেন, “‘এই ছবি তুমি লিখোনি, বানাওনি, পলাশ শুটও করেনি। শুধু হয়ে গেছে।’

এই পোস্টটি পাঠ হয়েছে: ২৫

আরো পড়ুন