Ridge Bangla

মেয়েকে ধর্ষণের দায়ে সৎ বাবার মৃত্যুদণ্ড

১৬ বছরের মেয়েকে ধর্ষণের মামলায় সৎ বাবা মোঃ মোতাহারকে (৪১) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। ঘটনাটি ঘটেছে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়ায়।

ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান বুধবার (১৮ জুন) এ রায় ঘোষণা করেন।

এছাড়া আসামি মোতাহারকে ১ লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। তার স্থাবর ও অস্থাবর সম্পত্তি বিক্রিপূর্বক অর্থ আদায় করে তা ভুক্তভোগীকে দেওয়ার জন্য আদেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ভুক্তভোগী কিশোরী তার মায়ের সঙ্গে সৎ বাবা মোতাহারের বাসায় থাকত। পৃথক ঘরের ব্যবস্থা না থাকায় তারা সবাই একই ঘরে বসবাস করতেন। সৎ বাবা বিভিন্ন সময়ে ভুক্তভোগী মেয়েকে নানা রকমের কু-প্রস্তাব দিত। কিন্তু তার কু-প্রস্তাবে রাজি না হওয়ায় মোতাহার ২০২১ সালের ২০ জুন রাত ১০টার দিকে সৎ মেয়েকে ধর্ষণ করে। এ সময় তাকে হুমকি দেয়া হয় যে, এই ঘটনা কাউকে বললে সে মেয়েটিকে হত্যা করবে। ভয়ে ও চাপে পড়ে মেয়েটি ঘটনা কাউকে বলেনি। পরে মোতাহার একই বছরের ২২ সেপ্টেম্বর রাতে আবারও মেয়েটিকে ধর্ষণ করে। এরপর বিষয়টি ভুক্তভোগী তার মাকে জানালে তার মা ও সৎবাবাতা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে বাড়ি থেকে বের করে দেয়। এরপর ভুক্তভোগী মেয়েটি তার আপন বাবার নিকট চলে যায়।

এ ঘটনার প্রেক্ষিতে ভুক্তভোগী মেয়েটি সৎ বাবার বিরুদ্ধে ২০২১ সালের ২৪ সেপ্টেম্বর দক্ষিণ কেরানীগঞ্জ থানায় ধর্ষণ মামলা করে। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক আবুল হাসান মামলাটি তদন্ত করে ২০২২ সালের ২৭ মে আসামি মোতাহারের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে। বিচার চলাকালে এ মামলায় ৮ জনের সাক্ষ্য গ্রহণ করে আদালত।

এদিকে আসামি মোতাহারের পক্ষ থেকে আদালতে দাবি করা হয়, তার সঙ্গে ভুক্তভোগী মেয়েটির প্রেমের সম্পর্ক ছিল। তার সম্মতিতেই শারীরিক সম্পর্ক হয়। তাকে কোনো ধর্ষণ করা হয়নি।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন