টলিউডের জনপ্রিয় নায়িকা নুসরাত জাহান মাঝে মধ্যেই বিভিন্ন কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রোলের মুখে পড়েন। বিশেষ করে মেকআপ ছাড়া ছবি বা ভিডিও পোস্ট করলে নেটিজেনরা তীব্র সমালোচনা করেন। সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে, যেখানে নুসরাত তার ছেলে ঈশান-এর সঙ্গে একটি ভিডিও পোস্ট করেছেন।
ভিডিওতে দেখা গেছে, নুসরাত সদ্য ঘুম থেকে উঠে স্বাভাবিক চেহারায় উপস্থিত। চোখে কালো ফ্রেমের চশমা, খুশকো চুল ও সাদা টি-শার্টে তিনি মেকআপ ছাড়াই ছিলেন। ভিডিওতে ঈশান মায়ের চুল ও মুখের ওপর দিয়ে খেলনা গাড়ি চালাচ্ছে। নুসরাত বলছেন, “আমার ওপর দিয়ে কেন তোমার গাড়ি চালাচ্ছো?” কিন্তু ঈশানের ওপর তার কথার কোনও প্রভাব পড়ছে না। এতে নায়িকার চুলও কিছুটা নষ্ট হয়ে যায়।
ভিডিওটি পোস্ট হতেই নেটিজেনরা নুসরাতকে ট্রোল করতে শুরু করেন। কেউ লিখেছেন, “করণ জোহারের ফিমেল ভার্সন,” আবার কেউ লিখেছেন, “সার্জারি করে কি বিশ্রী বানিয়েছেন চেহারাটা।” অনেকে তাকে “রাজকুমারি কোকো ভার্সন” বলে কটাক্ষ করেছেন।
আসলে নুসরাত জাহান আগে তার ঠোঁট পাতলা থেকে মোটা করার জন্য সার্জারি করিয়েছেন। সেই কারণে তাকে প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রোলের মুখে পড়তে হয়। এ ছাড়া মেকআপবিহীন স্বাভাবিক চেহারার ভিডিও পোস্ট করলে সমালোচনার মাত্রা আরও বেড়ে যায়। নুসরাতের এই ভিডিও ও ট্রোলের ঘটনা আবারও প্রমাণ করলো, টলিউডে জনপ্রিয়তা থাকা সত্ত্বেও নায়িকাদের ব্যক্তিগত মুহূর্তও নিরাপদ থাকে না।