সোশ্যাল মিডিয়ায় তারকাদের মৃত্যুর ভুয়া খবর ছড়ানো নতুন কিছু নয়। এবার এই গুজবের শিকার হলেন জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। এর আগে গত মাসে নায়িকা পরীমণির মৃত্যু নিয়েও গুজব ছড়ায়, যা নিয়ে তিনি সরাসরি লাইভে এসে বিরক্তি প্রকাশ করেছিলেন। এবার একই বিভ্রান্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হলো মাহিকে।
গতকাল রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, ‘বাংলাদেশি অভিনেত্রী মাহিয়া মাহির ঝুলন্ত মরদেহ উদ্ধার’—এমন বিভ্রান্তিকর শিরোনামের কিছু পোস্ট। এসব পোস্টের বেশিরভাগই ভুয়া ফেসবুক পেজ ও গ্রুপ থেকে ছড়ানো হয়, যেখানে বিভিন্ন রাজনৈতিক দল ও সংবাদমাধ্যমের নাম ব্যবহার করা হয়েছে।
গুজব ছড়িয়ে পড়ার পরপরই মাহি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়ে জানান, তিনি সুস্থ আছেন এবং এই গুজব সম্পূর্ণ ভিত্তিহীন। হালকা রসিকতার সুরে মাহি লেখেন, “আমি আছি, মরি নাইরে ভাই।” তার এই পোস্টের পর ভক্তদের মাঝে স্বস্তি ফিরে আসে। অনেকে তার পোস্টে ভালোবাসা ও শুভকামনা জানিয়ে মন্তব্য করেন।
প্রসঙ্গত, মাহিয়া মাহি কিছুদিন ধরে চলচ্চিত্রে অনুপস্থিত। নতুন কোনো ছবিতে তাকে দেখা না গেলেও তিনি আলোচনায় ছিলেন, মূলত তার ব্যক্তিগত জীবন ও রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, যেখানে পারিবারিক ও ব্যক্তিগত সময় কাটাচ্ছেন বলে জানা গেছে।
মৃত্যুর মতো স্পর্শকাতর বিষয়ে সোশ্যাল মিডিয়ায় এমন গুজব ছড়ানোয় নিন্দা জানিয়েছেন অনেকেই। তারা ভুয়া তথ্য না ছড়িয়ে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান। মাহিও তার পোস্টে অনুরাগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে গুজবে কান না দেওয়ার অনুরোধ করেছেন।