Ridge Bangla

মুরাদনগরে মা ও দুই সন্তানকে পিটিয়ে হত্যার মামলায় গ্রেপ্তার ২

কুমিল্লার মুরাদনগর উপজেলার কড়ইবাড়ি গ্রামে মা ও তার দুই সন্তানকে নৃশংসভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনাকে কেন্দ্র করে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৪ জুলাই) রাতে নিহত রোকসানা আক্তারের আরেক কন্যা রিক্তা আক্তার বাঙ্গরা বাজার থানায় মামলাটি দায়ের করেন। মামলায় ৬৩ জনকে আসামি করা হয়েছে, যাদের মধ্যে ৩৮ জনের নাম উল্লেখ রয়েছে এবং বাকি ২৫ জন অজ্ঞাতনামা।

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া দুজন হলেন কড়ইবাড়ি গ্রামের মো. সবির আহমেদ (৪৮) ও মো. নাজিমউদ্দীন বাবুল (৫৬)। সেনা সদস্যদের সহায়তায় তাদের একই রাতে আটক করা হয়। তারা এজাহারে ১৮ ও ১৯ নম্বর আসামি হিসেবে তালিকাভুক্ত।

মামলার অভিযোগপত্রে আকবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিমুল বিল্লাহ, ইউপি সদস্য বাচ্চু মিয়া, বাছির মিয়া, বক্কর মেম্বার, রবিউল আওয়াল, শাহ আলম ও আনু মেম্বারের নাম রয়েছে। অভিযুক্তদের মধ্যে চারজন নারীও রয়েছেন—কারিশমা, পারুল, নার্গিস ও রহিমা বেগম।

ভয়াবহ এই হত্যাকাণ্ডটি ঘটে গত বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে। অভিযোগ অনুযায়ী, একটি মোবাইল চুরি ও মাদক সংক্রান্ত সন্দেহকে কেন্দ্র করে গ্রামের এক গণজমায়েতে খলিলুর রহমানের স্ত্রী রোকসানা আক্তার রুবি (৫৮), ছেলে রাসেল মিয়া (৩৫) ও মেয়ে জোনাকি আক্তার (৩২)-কে প্রকাশ্যে বেধড়ক মারধর করা হয় এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।

স্থানীয়রা জানিয়েছেন, এই হামলা পূর্বপরিকল্পিত ছিল এবং এতে প্রভাবশালী ব্যক্তিদের জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত চলছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১০

আরো পড়ুন