Ridge Bangla

মুন্সীগঞ্জে বিয়ের প্রলোভনে ধর্ষণ, ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক স্বাধীন শেখের (৩২) বিরুদ্ধে মামলা হয়েছে। প্রতিকার না মেলায় ভুক্তভোগী বিধবা বিথি আক্তার (৩১) টানা দুই দিন ধরে অভিযুক্তের বাড়ির সামনে অনশন করছেন।

স্বাধীন শেখ স্থানীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও মধ্যপাড়া ইউনিয়নের সাঈদুল শেখের ছেলে। স্থানীয় সূত্র জানায়, সাত বছর আগে স্বামী মারা যাওয়ার পর বিথি তার কন্যাসন্তানকে নিয়ে বাবার বাড়িতে থাকছিলেন। প্রায় চার বছর আগে প্রতিবেশী স্বাধীন শেখের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

অভিযোগে বিথি জানান, স্বাধীন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার তাকে শারীরিক সম্পর্কে বাধ্য করেন। সর্বশেষ গত ১৬ জুলাই রাতে মধ্যপাড়া ইউনিয়নে বিথির বাবার বাড়িতে সম্পর্ক স্থাপন করলে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ঘর তালাবদ্ধ করেন। এসময় স্বাধীন পালিয়ে যায়। পরে বিথির পরিবার বিয়ের প্রস্তাব দিলে তিনি অস্বীকার করেন।

ঘটনার পর স্থানীয়ভাবে সালিশ হলেও সমাধান না মেলায় মামলা করা হয়। কিন্তু আইনগত প্রতিকার না পেয়ে বিথি অভিযুক্তের বাড়ির সামনে অনশন শুরু করেন। তিনি অভিযোগ করেন, স্বাধীন শেখ বিভিন্ন অজুহাতে তার কাছ থেকে প্রায় ৬ লাখ টাকা নিয়েছেন। বিথি বলেন, “আমার মানসম্মান নষ্ট করেছে স্বাধীন। এখন সে বিয়ে না করলে আমি ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হব। স্ত্রীর স্বীকৃতির দাবিতেই আমি অনশনে বসেছি।”

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৭

আরো পড়ুন