Ridge Bangla

মুন্সীগঞ্জে পুলিশ ক্যাম্পে নৌ-ডাকাতের হামলা, তুমুল গোলাগুলি

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রামে সদ্য চালু হওয়া পুলিশের অস্থায়ী ক্যাম্পে হামলা চালায় স্থানীয় নৌ-ডাকাত নয়ন-পিয়াস গ্রুপ। এ সময় উভয়পক্ষের মধ্যে এক ঘণ্টার বেশি তুমুল গোলাগুলি হয়। পরে পুলিশের কার্যকর প্রতিরোধে হামলাকারীরা ট্রলার নিয়ে পালিয়ে যায়।

সোমবার (২৫ আগস্ট) বিকেল ৫টার পর এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ডাকাতরা ৫-৬টি ট্রলার নিয়ে নদীতে মহড়া শুরু করে। ক্যাম্পের কাছে এসে তারা প্রথমে ৪-৫টি ককটেলের বিস্ফোরণ ঘটায় এবং পরে ক্যাম্প লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার জন্য পাল্টা গুলি চালায়। ডাকাত পক্ষ থেকে প্রায় ১০০ রাউন্ড এবং পুলিশের পক্ষ থেকে ২০ রাউন্ডের মতো গুলিবর্ষণ হয়।

গজারিয়া থানার ওসি আনোয়ার আলম আজাদ জানান, ডাকাত দল কমপক্ষে ৩০-৩৫ জন সদস্য নিয়ে পুলিশের উপর হামলা চালায়। তিনি বলেন, “আমরা পজিশন ঠিক করে প্রতিরোধ করেছি। আমাদের কোনো পুলিশ সদস্য আহত হয়নি। সন্ত্রাসীদের আহত হয়েছে কি না, তা এখনও জানা যায়নি।”

মুন্সীগঞ্জের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার বলেন, নৌ-ডাকাতরা সম্ভবত চাঁদা তুলতে নদীতে নেমেছিল। পুলিশ ক্যাম্প থাকায় তাদের পরিকল্পনা ব্যর্থ হয়েছে। পুলিশ আগামি দিনে আরও কঠোর অবস্থানে থাকবে।

প্রসঙ্গত, এলাকার নৌ-ডাকাতরা দীর্ঘদিন ধরে বালুমহাল দখল, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারসহ বিভিন্ন অপরাধে জড়িত। এই কারণে গত শুক্রবার (২২ আগস্ট) জামালপুরে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন