ফেসবুকে মোটা মুনাফার প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে দুই নাইজেরিয়ান নাগরিক ও এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রোববার রাত ও সোমবার রাজধানীর বসুন্ধরা ও পল্লবী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন র্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জাহিদুল করিম।
গ্রেপ্তারকৃত বিদেশিরা হলেন ফ্রাঙ্ক কোকো ও ইমানুয়েল। আর তাদের সহযোগী বাংলাদেশি নারী সুইটি আক্তার। তাদের কাছ থেকে দুটি ল্যাপটপ, ১০টি মোবাইল ফোন, একটি ট্যাব ও একটি হার্ডড্রাইভ জব্দ করা হয়েছে।
সোমবার রাতে কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাব-১ অধিনায়ক জানান, অভিযুক্তরা ফেসবুকে বিদেশি নম্বর ব্যবহার করে বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগ করত। পরে মোটা মুনাফার বিনিময়ে বিনিয়োগ অথবা বিদেশি পণ্য পাঠানোর লোভ দেখিয়ে সাধারণ জনগণের কাছ থেকে ধাপে ধাপে বিপুল অর্থ হাতিয়ে নিত।
প্রতারণার একটি কৌশল ছিল, একজন নিজেকে ধনী বিদেশি বিনিয়োগকারী হিসেবে পরিচয় দিয়ে ভুয়া কাগজপত্রে ডলার পাঠানোর কথা বলত। কখনো বিমানবন্দরে প্যাকেজ আটকে আছে জানিয়ে, আবার কখনো কাস্টম ক্লিয়ারেন্স বাবদ চার্জ দাবি করে টাকা নিত। অর্থ লেনদেনে তারা মোবাইল ব্যাংকিংয়ের বিভিন্ন এজেন্ট নম্বর ও নারী সদস্যদের ব্যবহার করত।
র্যাব জানায়, প্রতারক চক্রটি বিভিন্ন বিদেশি হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম নম্বর ব্যবহার করে সক্রিয় ছিল এবং প্রাপ্ত তথ্য বিশ্লেষণে নাইজেরিয়ান নাগরিকদের সরাসরি সম্পৃক্ততা নিশ্চিত হওয়া গেছে। তাদের প্রতারণার ফাঁদে পড়া বহু ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।