বাংলাদেশে মুজিববাদী ও ভারতপন্থি শক্তির ষড়যন্ত্র এখনো চলমান উল্লেখ করে সকল অভ্যুত্থানপন্থী নাগরিক ও সংগঠকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে বক্তব্য প্রদানকালে তিনি এসব মন্তব্য করেন।
সারজিস আলম বলেন, “অভ্যুত্থানের এক জুলাই পার করে আমরা আরেক জুলাইয়ে পা দিয়েছি, কিন্তু গোপালগঞ্জে এখনো মুজিববাদীরা গেড়ে বসে আছে। তাদের শুধু আইন দিয়ে ঠেকানো যাবে না, রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশে আর কোনো ভারতীয় আধিপত্যবাদের জায়গা থাকবে না। রাজনৈতিক মতপার্থক্য স্বাভাবিক, কিন্তু মুজিববাদ বিরোধিতায় অভ্যুত্থানের সব সৈনিককে একসঙ্গে থাকতে হবে। আমরা ফ্যাসিবাদবিরোধী শক্তির ঐক্য চাই, কিন্তু অন্ধ আনুগত্য নয়। প্রতিযোগিতা থাকবে, কিন্তু রাজনৈতিক সৌন্দর্য নষ্ট করা চলবে না। তবেই বাংলাদেশ এগিয়ে যাবে।”
বিচার বিভাগের নিরপেক্ষতা এবং নারী ও সংখ্যালঘুদের অধিকার প্রসঙ্গে তিনি বলেন, “বাংলাদেশে খুনি হাসিনার বিচার হতেই হবে। বিচার বিভাগ যেন কারও পকেটের বিচার বিভাগ না হয়। আর আইনশৃঙ্খলা বাহিনী যেন ক্ষমতার দালাল বাহিনীতে পরিণত না হয়।”
তিনি আরও বলেন, “হাজারো ছাত্র-জনতা এই অভ্যুত্থানে শহীদ হয়েছেন। ৫ আগস্টের যে স্বপ্ন আমরা দেখেছিলাম, তা এখনো অপূর্ণ। আমরা অন্তর্বর্তী সরকারের কাছ থেকে সুশীলতার ভান চাই না, চাই সাহসী সিদ্ধান্ত ও কার্যকর পরিবর্তন।”