রাজধানীর মুগদা এলাকায় ছিনতাইয়ের সময় গণপিটুনিতে গুরুতর আহত হওয়া এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম আল আমিন (২০)।
বুধবার (২ জুলাই) রাত পৌনে ১০টার দিকে মুগদা হাসপাতালের বিপরীতে শান্ত ফিলিং স্টেশনের সামনের রাস্তায় ছিনতাইয়ের চেষ্টা করলে স্থানীয় জনতা তাকে ধরে ফেলে এবং মারধর করে। এতে তিনি মারাত্মকভাবে আহত হন।
পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে জরুরি বিভাগে তার মৃত্যু হয়।
মুগদা থানার উপপরিদর্শক (এসআই) উত্তম কুমার জানান, ছিনতাইয়ের অভিযোগে ভুক্তভোগী কামরুজ্জামান থানায় একটি মামলা দায়ের করেছেন। নিহত আল আমিনের বিস্তারিত পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এই পোস্টটি পাঠ হয়েছে: ৮