Ridge Bangla

মুক্তি পেল নিশোর অভিনীত ওয়েব সিরিজ ‘আকা’

প্রতীক্ষার অবসান ঘটিয়ে ওয়েব সিরিজ ‘আকা’ সম্প্রতি হইচই প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। রহস্য, প্রতিশোধ, টানটান উত্তেজনা এবং মানবিক সম্পর্কের দোলাচল নিয়েই তৈরি হয়েছে ৭ পর্বের এই সোশ্যাল থ্রিলার। সিরিজের পরিচালনা করেছেন জনপ্রিয় নির্মাতা ভিকি জাহেদ।

গল্পের কেন্দ্রীয় চরিত্র আজাদ (আকা) একটি গভীরভাবে ক্ষতবিক্ষত মানুষ। শৈশবেই তার পরিবারের সঙ্গে ঘটে যাওয়া নির্মম ঘটনার কারণে আজাদ সমাজের সঙ্গে সম্পর্ক স্থাপনে ব্যর্থ। নিঃসঙ্গ ও অপূর্ণ জীবন কাটালেও তার অসাধারণ সংগীত প্রতিভা অদেখা ও অমূল্যায়িত থেকে যায়। আফরান নিশো অভিনীত এই চরিত্রের জীবনে আসে ক্ষণিকের আশার আলো, যখন মেঘা চরিত্রে মাসুমা রহমান নাবিলা আবির্ভূত হন।

কিন্তু অতীতের ক্ষত আজাদকে আবারও তাড়া করে। স্বীকৃতির আকাঙ্ক্ষায় সে সংঘটিত করে নৃশংস সব ঘটনা, যা গোটা সমাজকে স্তম্ভিত করে। অবাক করার বিষয়, সামাজিক মাধ্যমে তাকে নায়ক হিসেবে বরণ করে নেওয়া হয়। আজাদ সেই ভুল ধারণা উপভোগ করতে করতে ধীরে ধীরে হারিয়ে ফেলে তার নৈতিক দিশা। সিরিজে উঠে আসে প্রশ্ন—সঠিক ও ভুলের সীমারেখা কোথায়? মানুষ স্বীকৃতির জন্য কতদূর যেতে পারে? এবং সামাজিক মাধ্যম আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করলে তার মূল্য কী?

সিরিজে আরও আছেন আজিজুল হাকিম, জয়ন্ত চট্টোপাধ্যায়, ইমতিয়াজ বর্ষণ, একে আজাদ সেতু, শাহেদ আলী, সমু চৌধুরী, সেমন্তি সৌমী, নিকিতা সাহা প্রমুখ। ট্রেইলার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে সিরিজটি ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। পরিচালক ভিকি জাহেদ জানান, “আকা আমার কাছে বিশেষ কাজ। এটি দর্শকদের জন্য ভিন্ন ধরনের থ্রিলার অভিজ্ঞতা।”

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৫

আরো পড়ুন