Ridge Bangla

মুক্তি পাচ্ছে মেহজাবীনের প্রথম সিনেমা ‘সাবা’

দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে মেহজাবীন চৌধুরীর প্রথম সিনেমা ‘সাবা’। মেহজাবীন ঢালিউডে বড়পর্দায় অভিষেক করেন গত বছরের ‘প্রিয় মালতী’ সিনেমার মাধ্যমে। এবার বিদেশের বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পর বাংলাদেশে মুক্তি পাচ্ছে তার নতুন ছবি। পরিচালক মাকসুদ হোসাইন জানিয়েছেন, ২৬ সেপ্টেম্বর থেকে সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে।

সিনেমার গল্পে দেখা যাবে শহরের মধ্যবিত্ত পরিবারের সন্তান সাবাকে, যার বাবা নেই। মা শিরিন সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হুইলচেয়ার ছাড়া চলতে পারেন না। বেঁচে থাকার একমাত্র অবলম্বন মেয়েই। সাবা মায়ের সেবা করতে গিয়ে নিজের ক্যারিয়ার গড়ে তুলতে পারেননি। অর্থের তাড়নায় দিনরাত এককরে মায়ের সুস্থতার চেষ্টা করে যাচ্ছেন। হঠাৎ মায়ের হার্ট অ্যাটাকে তার জীবন অচল হয়ে পড়ে। চিকিৎসকের পরামর্শে অপারেশন প্রয়োজন। দিশেহারা সাবার জন্য যেন আকাশ ভেঙে পড়ে।

পরিচালক মাকসুদ হোসাইন বলেন, “‘সাবা’ মূলত মা-মেয়ের এক আবেগঘন গল্প। এটি ছেড়ে দেওয়ার সাহস ও ভালোবাসার শক্তি নিয়ে। দর্শকরা মায়ের সঙ্গে আসলে সিনেমার মূল বার্তা আরও অনুভব করবেন।”

ফেসবুকে মেহজাবীন লিখেছেন, “এটি একটি বিশেষ সিনেমা, আপনার মাকে সঙ্গে নিয়ে আসুন, এ গল্প তার জন্যও।”

৯০ মিনিট দৈর্ঘ্যের ‘সাবা’ টরোন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশ্বপ্রিমিয়ার হয় এবং বুসান, রেড সি, গ্যোটেবর্গ, সিডনি, রেইনড্যান্সসহ বিভিন্ন মর্যাদাপূর্ণ উৎসবে প্রদর্শিত হয়ে প্রশংসা কুড়িয়েছে। সিনেমায় মেহজাবীনের সঙ্গে অভিনয় করেছেন রোকেয়া প্রাচী, মোস্তফা মনোয়ারসহ আরও অনেকে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৫

আরো পড়ুন