তিন বছর আগে বলিউডে আলোচিত সিনেমা ‘কান্তারা’ মুক্তি পায়, যা বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলে। ঋষভ শেট্টি পরিচালিত সেই ছবির প্রিক্যুয়েল ‘কান্তারা – চ্যাপ্টার ১’ চলতি বছরের ২ অক্টোবর মুক্তি পেয়েছে। প্রায় ১২৫ কোটি রুপির বাজেটে নির্মিত এই ছবিটি তিন বছর ধরে নির্মাণ করেছেন পরিচালক ঋষভ শেট্টি।
মুক্তির প্রথম দিনেই ছবিটি আয় করে ৬১ কোটি রুপি। পাঁচ দিনের মাথায় বিশ্বব্যাপী আয় পৌঁছেছে ৪১৫ কোটি রুপিতে, যা বক্স অফিস রিপোর্টে প্রতিফলিত হয়েছে। উল্লেখযোগ্য, অতিমারির ঠিক পর ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত মূল ‘কান্তারা’ ছবিটি দর্শকদের মধ্যে আলোড়ন তোলে। সেই সময় পরিচালক ও অভিনেতা ঋষভ শেট্টিও আলোচনার কেন্দ্রে উঠে আসেন। সফলতা সত্ত্বেও তিন বছরের বিরতি নেওয়ার পর ‘কান্তারা ১’-এর মাধ্যমে তিনি আবারও একই রকম সাড়া ফেলেছেন।
ছবিটি একসঙ্গে পাঁচটি ভাষায় মুক্তি পেয়েছে—তামিল, তেলুগু, কন্নড়, মালয়ালম ও হিন্দিতে। একই সময়ে মুক্তি পেয়েছিল বরুণ ধাওয়ান ও জাহ্নবী কাপুর অভিনীত ‘সানি সংস্কারি কি তুলসী কুমারী’, তবে সেটি ‘কান্তারা ১’-এর জনপ্রিয়তার কাছে টিকতে পারেনি।
ভারতে প্রথম তিন দিনে ছবির আয় ২০০ কোটি রুপি ছাড়িয়ে গেছে। মুক্তির প্রথম সপ্তাহ শেষ হওয়ার আগেই ছবির বৈশ্বিক আয় ৫০০ কোটির কাছাকাছি পৌঁছে গেছে। এর আগে দক্ষিণী সিনেমা ‘কেজিএফ ১’ এত দ্রুত গতিতে ৫০০ কোটির মাইলফলকে পৌঁছেছিল, তবে এবার সেই রেকর্ড ভেঙেছে ‘কান্তারা ১’। ঋষভ শেট্টি ও পুরো টিমের কঠোর পরিশ্রম এবং দর্শকদের উৎসাহ ছবিটিকে কেবল ভারতেই নয়, আন্তর্জাতিক বক্স অফিসেও বড় সাফল্য এনে দিয়েছে।