বলিউডের বহুল প্রতীক্ষিত অ্যাকশন থ্রিলার ‘ওয়ার-২’ বৃহস্পতিবার সকালে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। কিন্তু মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই ছবিটি পাইরেসির কবলে পড়ে যায়। মুক্তির দিনই (১৪ আগস্ট) দুপুরে সিনেমাটির এইচডি প্রিন্ট ফাঁস হয়ে যায় বিভিন্ন অবৈধ ওয়েবসাইট ও টেলিগ্রাম চ্যানেলে।
বিশেষ করে এইচডিহাব৪ইউ নামের একটি পাইরেসি সাইটে সিনেমাটি ৪৮০পি, ৭২০পি এবং ১০৮০পি কোয়ালিটিতে ডাউনলোডের সুযোগ রাখা হয়েছে। পাশাপাশি অবৈধ অনলাইন স্ট্রিমিংও চালু করেছে সাইটগুলো। ভারতীয় সংবাদমাধ্যম জানায়, মুক্তির পরপরই সার্চ ইঞ্জিনে ‘ওয়ার-২ ফ্রি ডাউনলোড’ কীওয়ার্ডটি ট্রেন্ড করতে শুরু করে। একে একে পাইরেটস বে, ফিল্মিজিলা, মুভিরুলজ, মুভিজদা, সিনেফ্রিকসহ নানা সাইটে ছড়িয়ে পড়ে ছবির অবৈধ কপি। কয়েক ঘণ্টার মধ্যে এসব লিঙ্ক সোশ্যাল মিডিয়া ও বড় টেলিগ্রাম চ্যানেলে পৌঁছে যায়।
এই পরিস্থিতি ছবির প্রথম দিনের বক্স অফিস আয়ে বড় প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই ‘ওয়ার-২’-এর টিম ও অভিনেতারা নেটিজেনদের আহ্বান জানাচ্ছেন, “থিয়েটারে গিয়ে ছবি দেখুন, অবৈধ ডাউনলোড থেকে দূরে থাকুন। পাইরেসি সরাসরি সিনেমা শিল্পকে ক্ষতিগ্রস্ত করে।”
আয়ান মুখার্জি পরিচালিত এই সিনেমা যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের অংশ। ভারত-পাক সংঘাতকে কেন্দ্র করে গড়ে উঠেছে কাহিনি। ছবিটি হিন্দি, তামিল ও তেলেগু তিন ভাষায় মুক্তি পেয়েছে। প্রায় ২০০ কোটি রুপি বাজেটে নির্মিত এই বিগ বাজেট ছবিতে অভিনয় করেছেন হৃতিক রোশন, জুনিয়র এনটিআর ও কিয়ারা আদভানি।
ট্রেলারে হৃতিকের দুর্দান্ত অ্যাকশন, এনটিআরের নতুন রূপ ও কিয়ারার গ্ল্যামার ইতিমধ্যেই দর্শকদের মন কেড়েছে। বিশ্লেষকদের আশা পাইরেসির ধাক্কা সামলেও ‘ওয়ার-২’ প্রেক্ষাগৃহে ভালো ব্যবসা করবে।