প্রেক্ষাগৃহে মুক্তির আগেই রেকর্ড আয় করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে দক্ষিণী সুপারস্টার প্রভাসের আসন্ন ছবি ‘রাজাসাব’। এখনও পর্যন্ত ছবির অফিসিয়াল পোস্টার কিংবা ট্রেলার প্রকাশ না পেলেও, এবং শুটিং পুরোপুরি শেষ না হওয়া সত্ত্বেও ছবিটি এরই মধ্যে ১৮০ থেকে ২১০ কোটি রুপিতে বিক্রি হয়েছে, যা দক্ষিণ ভারতের চলমান ফিল্ম মার্কেটে এক নজিরবিহীন ঘটনা।
পরিচালনায় আছেন মারুতি, যিনি এ পর্যন্ত মূলত পারিবারিক ও হাস্যরসাত্মক সিনেমা বানিয়ে দর্শকদের মন জয় করেছেন। তবে ‘রাজাসাব’-এ তিনি প্রভাসকে উপস্থাপন করছেন একেবারে নতুন রূপে—ভয়, রোমান্স, হাস্যরস এবং ক্লাসিক অ্যাকশনের সংমিশ্রণে এক ভিন্নধর্মী বিনোদনের প্যাকেজ নিয়ে।
প্রযোজনায় রয়েছে পিপলস মিডিয়া ফ্যাক্টরি, আর সংগীত পরিচালনায় থাকছেন দক্ষিণ ভারতের হিটমেকার থামান, যিনি এর আগে বহু সুপারহিট সিনেমায় কাজ করেছেন। এ কারণে সঙ্গীতের ক্ষেত্রেও ভক্তদের প্রত্যাশা তুঙ্গে।
শুধু দক্ষিণ ভারত নয়, প্রভাসের ছবি ঘিরে আন্তর্জাতিক বাজারেও আগ্রহের ঘাটতি নেই। ‘বাহুবলী’ সিরিজ বিশ্বজুড়ে সাড়া ফেললেও ‘সাহো’ ও ‘আদিপুরুষ’ দর্শকমহলে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছিল। তাই ‘রাজাসাব’ কি প্রভাসকে আবার তার হারানো গৌরব ফিরিয়ে দিতে পারবে? এই প্রশ্নেই এখন উত্তেজনায় কাঁপছে সিনেপ্রেমী মহল।
আগামী ৫ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘রাজাসাব’। বিশ্লেষকরা মনে করছেন, মুক্তির দিন থেকেই শুধু সিনেমা হল নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও ‘রাজাসাব’ নিয়ে আলোচনার ঝড় উঠবে।