ছয় বছর আগের ব্লকবাস্টার অ্যাকশন থ্রিলার ওয়ার–এর সিক্যুয়েল ওয়ার টু মুক্তির আগেই রেকর্ড গড়ে ফেলেছে। হৃতিক রোশন ও জুনিয়র এনটিআরের বহুল প্রতীক্ষিত এই সিনেমাটি ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে আসছে, এবং এরই মধ্যে ছবিটি ভারতীয় সিনেমার ইতিহাসে সবচেয়ে বড় স্ক্রিন রিলিজের রেকর্ড গড়েছে।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওয়ার টু বিশ্বব্যাপী একযোগে ৭ হাজার ৫০০ স্ক্রিনে মুক্তি পাবে, যা এর আগে কোনো ভারতীয় সিনেমার ক্ষেত্রে ঘটেনি। ২০০ কোটি টাকা বাজেটের ছবিটি পরিচালনা করছেন ব্রহ্মাস্ত্র খ্যাত পরিচালক অয়ন মুখার্জি, এবং প্রযোজনায় রয়েছে যশরাজ ফিল্মস।
বিশ্লেষকরা মনে করছেন, এই রেকর্ড রিলিজ স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে যে ওয়ার টু বক্স অফিসে বিশাল সাফল্য আনতে চলেছে। হৃতিক রোশন বরাবরই বেছে বেছে সিনেমা করেন এবং প্রতিটি কাজেই নতুন কিছু নিয়ে আসেন। অন্যদিকে দক্ষিণের সুপারস্টার জুনিয়র এনটিআরের এটি বলিউড অভিষেক, যা ছবির প্রতি দর্শকের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।
২০১৯ সালে মুক্তি পাওয়া ওয়ার ছবিটি ভারতে প্রায় ৩০০ কোটি এবং আন্তর্জাতিকভাবে ১৭৫ কোটি আয় করে মোট ৪৭৫ কোটির ব্যবসা করেছিল। সেই হিসেবে ওয়ার টু নিয়ে প্রত্যাশা অনেক বেশি।
পরিচালক অয়ন মুখার্জির উপর প্রত্যাশাও আকাশছোঁয়া, কারণ তিনি এর আগেও একাধিক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। অ্যাকশন, থ্রিল ও স্টার পাওয়ারের মিশেলে ওয়ার টু ইতিমধ্যেই বছরের সবচেয়ে প্রতীক্ষিত সিনেমাগুলোর তালিকায় স্থান করে নিয়েছে।