প্রেক্ষাগৃহে মুক্তির আগেই বলিউড সুপারস্টার হৃতিক রোশন, কিয়ারা আদভানি এবং দক্ষিণী তারকা জুনিয়র এনটিআর অভিনীত বহুল আলোচিত ছবি ‘ওয়ার ২’ গড়েছে নজিরবিহীন রেকর্ড। এই ছবির মাধ্যমে বলিউডে প্রথমবারের মতো অভিষেক হচ্ছে জুনিয়র এনটিআর-এর, যা নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা গেছে।
ভারতের একাধিক শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ‘ওয়ার ২’ মুক্তি পাচ্ছে বিশ্বের ৭,৫০০টিরও বেশি প্রেক্ষাগৃহে—যা এখন পর্যন্ত কোনো ভারতীয় সিনেমার ক্ষেত্রে ঘটেনি। এর মধ্য দিয়েই ছবিটি ইতিমধ্যেই ইতিহাস গড়ে ফেলেছে।
ছয় বছর আগে মুক্তি পাওয়া ‘ওয়ার’ ছবিটি বক্স অফিসে ৪৭৫ কোটি রুপি আয় করে। সেই সাফল্যের ধারাবাহিকতায় নির্মিত ‘ওয়ার ২’ নিয়ে প্রত্যাশা আরও আকাশচুম্বী। ছবিটির পরিচালক অয়ন মুখার্জি বলেন, “প্রথম ছবির চেয়ে এই সিক্যুয়েল বক্স অফিসে আরও বড় সাফল্য পাবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস।”
যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্স-এর অংশ হিসেবে নির্মিত এই সিনেমাটি ভারত-পাকিস্তান সংঘাতের আবহে এক চরম থ্রিলার অ্যাকশনধর্মী গল্প বলবে। ট্রেলারে হৃতিক রোশনের দুর্ধর্ষ লুক, জুনিয়র এনটিআর-এর তেজদীপ্ত উপস্থিতি এবং কিয়ারা আদভানির মুগ্ধতা ভরা রূপ ইতিমধ্যেই দর্শকদের মাতিয়ে তুলেছে।
প্রায় ২০০ কোটি রুপি বাজেটের এই ছবিটি মুক্তি পাবে হিন্দি ছাড়াও তামিল ও তেলেগু ভাষায়। বিশ্লেষকরা বলছেন, ‘ওয়ার ২’ প্রেক্ষাগৃহে রেকর্ড ভাঙা সাফল্য এনে দেবে এবং মুক্তির আগেই টিকিট বিক্রিতে এর জোরালো সাড়া মিলছে।
প্রতীক্ষিত এই ‘ওয়ার ২’ ছবিটি ১৪ আগস্ট মুক্তি পাবে। হৃতিক রোশন এবং জুনিয়র এনটিআর—উভয়ের ভক্তদের উৎসাহে সরগরম হয়ে উঠেছে দেশের সিনেমা হলগুলো।