তেলুগু চলচ্চিত্র জগতে বক্স অফিসের মানদণ্ড নতুন করে স্থাপন করেছেন তেজা সাজ্জা। ‘হনুমান’ দিয়ে ভারতজুড়ে দর্শক মাতানো এই অভিনেতা এবার অ্যাকশন-ফ্যান্টাসি সিনেমা ‘মিরাই’ নিয়ে ফের আলোড়ন তুলেছেন।
গত শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘মিরাই’ মুক্তির মাত্র চার দিনে ভারতের বক্স অফিস থেকে ৫০ কোটি রুপি নেট আয় করেছে বলে জানিয়েছে সাচনিল্ক। মুক্তির প্রথম দিনে ছবিটি ১৩ কোটি রুপি, দ্বিতীয় দিনে ১৫ কোটি রুপি এবং তৃতীয় দিনে ১৭ কোটি রুপি আয় করে। সোমবারও সিনেমার আয় প্রায় ৬ কোটি রুপি ছাড়িয়েছে।
প্রযোজক প্রতিষ্ঠান পিপলস মিডিয়া ফ্যাক্টরি জানায়, চার দিনে ‘মিরাই’র মোট আয় ৮১.২ কোটি রুপি ছাড়িয়েছে। ব্যবসায়িক বিশ্লেষকরা বলছেন, তেজা সাজ্জার জনপ্রিয়তা এবং সিনেমার আকর্ষণীয় গল্প মিলিয়ে এই সিনেমার বক্স অফিস সাফল্য ইতিমধ্যেই নতুন রেকর্ড গড়েছে। ছবিতে তেজা সাজ্জা অভিনয় করেছেন ভেদহ চরিত্রে। তার বিপরীতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন মানচু মনোজ, যিনি মহাবীর লামার ভূমিকায় নজর কাড়ছেন। সিনেমাটির পরিচালনা করেছেন কার্ত্তিক গাট্টামনেনি।
‘মিরাই’র সাফল্য কেবল অর্থনৈতিক দিকেই নয়, বরং তেলুগু সিনেমার আন্তর্জাতিক মান ও ফ্যান্টাসি ঘরানার নতুন সম্ভাবনাকে তুলে ধরেছে। বিশ্লেষকরা মনে করছেন, সিনেমার এই রেকর্ডধর্মী আয় তেজা সাজ্জার ক্যারিয়ারের জন্য নতুন দিগন্ত খুলবে এবং আঞ্চলিক সিনেমার বক্স অফিস সাফল্যের মানদণ্ডকেও পরিবর্তিত করবে।
এর ফলে দর্শকরা আবারও প্রমাণ পেলেন, তেলুগু তারকা তেজা সাজ্জা প্রেক্ষাগৃহ মাতাতে এখনও প্রস্তুত এবং তার সিনেমা বক্স অফিসে উত্তাপ সৃষ্টি করতে সক্ষম।