Ridge Bangla

মিয়ানমার থেকে অবৈধভাবে পণ্য পাচারের সময় বঙ্গোপসাগরে ১১ জন আটক

বঙ্গোপসাগরে মিয়ানমার থেকে অবৈধভাবে পণ্য পাচারের সময় একটি বোটসহ ১১ পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। রোববার (১৪ সেপ্টেম্বর) নিয়মিত টহলের অংশ হিসেবে যুদ্ধজাহাজ ‘সমুদ্র অভিযান’ এ অভিযান চালায়।

নৌবাহিনী সূত্রে জানা গেছে, সেন্টমার্টিনের ছেড়াঁ দ্বীপ থেকে প্রায় ১০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে বাংলাদেশের জলসীমায় একটি কাঠের বোটকে সন্দেহজনক মনে হয়। যুদ্ধজাহাজটি কাছে যেতেই বোটটি পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে ‘এফ বি আহমদ উল্লাহ মাইজভান্ডারী-১’ নামের বোটটিকে আটক করা হয়।

তল্লাশিতে বিপুল পরিমাণ পণ্য জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে— ১৫ হাজার কেজি আলু, ৭৫০ কেজি রসুন, ২ হাজার ৫০০ কেজি ময়দা, সমপরিমাণ মসুর ডাল, ১৪ হাজার ৪০০ বোতল কোমল পানীয় (টাইগার/স্পিড), ৬০০ গ্যাস লাইটার, ৮০০ শেভিং ব্লেড, ৩টি মোবাইল ফোন, একটি বাইনোকুলার, একটি কম্পাস ও ৪০০ ফুট কারেন্ট জাল।

আটককৃত পাচারকারী, জব্দ করা বোট ও পণ্য পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। নৌবাহিনী জানায়, দেশের সমুদ্রসীমায় অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান, জলদস্যুতা ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।

স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা মনে করছেন, সাম্প্রতিক সময়ে সীমান্তবর্তী জলসীমায় নৌবাহিনীর নজরদারি জোরদার হওয়ায় পাচারকারীরা ক্রমেই চাপে পড়ছে। তবে চোরাচালান প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষেরও সচেতনতা বাড়ানো জরুরি বলে তারা মন্তব্য করেন।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১২

আরো পড়ুন