Ridge Bangla

মিয়ানমারে সেনাবাহিনীর বোমা হামলায় নিহত ২৪, আহত ৪৭

মিয়ানমারে সামরিক জান্তার বিরুদ্ধে বিক্ষোভ চলাকালে সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ২৪ জন নিহত এবং ৪৭ জন আহত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় কেন্দ্রীয় মিয়ানমারের চাউন উ টাউনশিপে জাতীয় ছুটির দিনে প্রায় ১০০ জনের এক সমাবেশে মোটরচালিত প্যারাগ্লাইডার থেকে দুটি বোমা নিক্ষেপ করে সেনারা।

সরকারবিরোধী নির্বাসিত সরকারের এক মুখপাত্র বিবিসি বার্মিজকে জানান, এই হামলা ছিল পরিকল্পিত হত্যাযজ্ঞ। ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে দেশটিতে গৃহযুদ্ধ চলছে। এতে হাজার হাজার মানুষ নিহত হয়েছে এবং লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছে। সাম্প্রতিক সময়ে দেশটির সেনাবাহিনী চীন থেকে নতুন ড্রোন ও রাশিয়া থেকে প্রযুক্তি ক্রয় করেছে। এসব ব্যবহার করা হচ্ছে জনগণের বিরুদ্ধে।

সোমবারের সাগাইং অঞ্চলে এই হামলা সংঘটিত হয়, যেখানে ‘থাডিংগ্যুট’ পূর্ণিমা উৎসবে সামরিক নিয়োগ ও আসন্ন জাতীয় নির্বাচনের প্রতিবাদে সাধারণ মানুষ মোমবাতি প্রজ্বলন করেছিল। এ সময় তারা রাজনৈতিক বন্দিদের, বিশেষত অং সান সু চি’র মুক্তির দাবিও জানায়। স্থানীয় স্বেচ্ছাসেবী প্রতিরোধ বাহিনী (পিডিএফ) জানায়, তারা আগেই সম্ভাব্য আকাশ হামলার সতর্কতা পেয়েছিল, কিন্তু প্রত্যাশার আগেই প্যারাগ্লাইডারগুলো পৌঁছে যায়। মাত্র সাত মিনিটে সবকিছু ঘটে যায়।

এই পোস্টটি পাঠ হয়েছে: ৪৪

আরো পড়ুন