Ridge Bangla

মিয়ানমারে সামরিক জান্তা আয়োজিত জাতীয় নির্বাচনের প্রথম ধাপ ২৮ ডিসেম্বর

মিয়ানমারে সামরিক জান্তার অধীনে সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, নির্বাচনের প্রথম ধাপ আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। যুদ্ধবিধ্বস্ত দেশটিতে প্রায় পাঁচ বছরের মধ্যে প্রথম নির্বাচনের জন্য একটি রোডম্যাপ তৈরি করা হয়েছে। তবে সমালোচকরা ইতোমধ্যেই এই নির্বাচনকে ধোঁকাবাজি বলে উল্লেখ করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ সংবাদ জানিয়েছে।

মিয়ানমারের নির্বাচন কমিশন জানিয়েছে, নিরাপত্তার কারণে ডিসেম্বর ও জানুয়ারিতে নির্বাচনের পরবর্তী ধাপের তারিখ পরে ঘোষণা করা হবে। রাষ্ট্রীয় গণমাধ্যম এমআরটিভির তথ্য অনুযায়ী, মোট ৫৫টি রাজনৈতিক দল নির্বাচনের জন্য নিবন্ধিত হয়েছে, যার মধ্যে নয়টি দেশব্যাপী প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করছে। ছয়টি দল অনুমোদন এবং নিবন্ধনের জন্য পর্যালোচনাধীন রয়েছে। দ্য গ্লোবাল নিউ লাইট অফ মিয়ানমার সংবাদপত্র এই মাসের শুরুতে রিপোর্ট করেছে।

কিন্তু জান্তা-বিরোধী দলগুলোকে হয় নির্বাচনে অংশগ্রহণ করতে বাধা দেওয়া হয়েছে অথবা অংশগ্রহণ করতে অস্বীকৃতি জানানো হয়েছে। তাই পশ্চিমা সরকার জেনারেলদের ক্ষমতা জোরদার করার পদক্ষেপ হিসেবে এই নির্বাচনকে বাতিল করেছে এবং এতে সামরিক বাহিনীর প্রক্সিদের আধিপত্য থাকবে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, ২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চির নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকারকে ক্ষমতাচ্যুত করে সামরিক বাহিনী জরুরি আইন জারি করে। অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) ও বিরোধী রাজনৈতিক শক্তিগুলো ইতোমধ্যে এ নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে। তাদের অভিযোগ, এ নির্বাচন আসলে সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের ক্ষমতা পাকাপোক্ত করার কৌশল ছাড়া কিছু নয়।

আরো পড়ুন