Ridge Bangla

মিয়ানমারে বৌদ্ধ মঠে জান্তার বিমান হামলায় অন্তত ২৩ জন নিহত

মিয়ানমারের সাগাইং অঞ্চলের লিন তা লু গ্রামে একটি বৌদ্ধ মঠে সামরিক জান্তার বিমান হামলায় অন্তত ২৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন শিশু রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় প্রতিরোধ আন্দোলনের এক সদস্য। বৃহস্পতিবার গভীর রাতে, স্থানীয় সময় রাত ১টার দিকে, যুদ্ধবিমান থেকে একটি বোমা ফেলা হয় মঠটির ওপর, যেখানে আশপাশের গ্রাম থেকে পালিয়ে আসা ১৫০ জনের বেশি মানুষ আশ্রয় নিয়েছিলেন।

জান্তার পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে একজন স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, বিমান হামলার পর শুক্রবার ভোরে কয়েকজনকে মৃতদেহ গাড়িতে করে কবরস্থানে নিয়ে যেতে দেখা গেছে। তিনি বলেন, “আমি নিজে গিয়ে ছবি তুলতে গিয়ে ২৩টি মৃতদেহ দেখেছি, অনেকের মাথা থেঁতলানো ও শরীর ছিন্নভিন্ন ছিল। দৃশ্যটি ছিল অত্যন্ত হৃদয়বিদারক।”

২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে সামরিক জান্তা দেশটির নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই মিয়ানমার গৃহযুদ্ধ ও সহিংসতায় বিপর্যস্ত। বিশেষ করে সাগাইং অঞ্চল হয়ে উঠেছে জান্তা-বিরোধী প্রতিরোধের ঘাঁটি, যেখানকার ওপর বারবার বিমান হামলা চালিয়ে যাচ্ছে জান্তা বাহিনী।

একজন নাম প্রকাশে অনিচ্ছুক জান্তা-বিরোধী যোদ্ধা বলেন, “লিন তা লু গ্রামের ওই বৌদ্ধ মঠে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত সাধারণ মানুষকে টার্গেট করেই হামলা চালানো হয়েছে।” মানবাধিকার সংগঠনগুলো এই হামলাকে ‘যুদ্ধাপরাধ’ আখ্যা দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ দাবি করেছে।

আরো পড়ুন