Ridge Bangla

মিয়ানমারে বিদ্রোহীদের হাতে জান্তা সরকারের আরেকটি যুদ্ধবিমান ভূপাতিত

মিয়ানমারের কারেন্নি (কায়া) রাজ্যে জান্তা সরকারের একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে বিদ্রোহী গোষ্ঠী কারেন্নি ন্যাশনালিটিস ডিফেন্স ফোর্স (কেএনডিএফ)। বৃহস্পতিবার (৩ জুলাই) মিয়ানমারের স্বনামধন্য সংবাদমাধ্যম ইরাবতি জানিয়েছে, মঙ্গলবার রাতে হপাসাওং শহরে জান্তার পদাতিক ব্যাটালিয়ন ১৩৪ ও ১৩৫ নম্বর সদর দপ্তরে হামলার সময় বিমানটি ভূপাতিত করা হয়।

চীনে তৈরি যুদ্ধবিমানটি ছিল ‘এফটিসি-২০০০জি’ মডেলের, যার মূল্য প্রায় ৮.৫ মিলিয়ন মার্কিন ডলার। ২০২২ সালে চীন থেকে এই মডেলের ছয়টি জেট কিনেছিল জান্তা সরকার। কেএনডিএফের ডেপুটি কমান্ডার মাউই (মারউই) সামাজিক মাধ্যমে ধ্বংসাবশেষের ছবি ও ভিডিও শেয়ার করেছেন, যাতে দেখা যায় প্রতিরোধ যোদ্ধারা চিৎকার করছে “যোদ্ধাদের ধন্যবাদ!”

কেএনডিএফ জানায়, যুদ্ধবিমানটি পাল্টা হামলার সময় ওভারফ্লাইট করছিল এবং তাদের পয়েন্ট ফাইভ ও পয়েন্ট এইটস মেশিনগান থেকে গুলিবর্ষণে এটি ভূপাতিত হয়। পরে ঘটনাস্থল থেকে দুটি পাইলটের মৃতদেহও উদ্ধার করা হয়েছে।

এদিকে জান্তা সরকার স্বীকার করেছে, রাজধানী নেপিদো থেকে প্রায় ১৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে একটি যুদ্ধবিমান নিখোঁজ হয়েছে। তবে তারা দাবি করছে, এটি যান্ত্রিক ত্রুটি কিংবা খারাপ আবহাওয়ার কারণে নিখোঁজ হয়েছে এবং অনুসন্ধান ও উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত ১০ জুন পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) দাবি করে তারা সাগাইং অঞ্চলের পালেতে একটি জান্তা যুদ্ধবিমান ভূপাতিত করেছিল। ধারাবাহিকভাবে এই ধরনের ঘটনার ফলে বোঝা যাচ্ছে, জান্তা সরকারের আকাশপথে আধিপত্য বিদ্রোহীদের প্রতিরোধের মুখে দুর্বল হয়ে পড়ছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২১

আরো পড়ুন