Ridge Bangla

মিয়ানমারে প্রত্যাহার হচ্ছে জরুরি অবস্থা, ডিসেম্বরে নির্বাচনের ঘোষণা জান্তা সরকারের

মিয়ানমারে দীর্ঘদিনের জরুরি অবস্থা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে জান্তা সরকার। একই সঙ্গে দেশটিতে আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে তারা। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে সরকার ইতোমধ্যেই কার্যক্রম জোরদার করেছে।

গত ৮ মার্চ এক অনুষ্ঠানে জান্তাপ্রধান মিন অং হ্লাইং ইঙ্গিত দিয়েছিলেন যে ডিসেম্বর কিংবা ২০২৬ সালের মধ্যে নির্বাচন হতে পারে। বিরোধীদলগুলো ইতোমধ্যেই ওই নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে এবং আন্তর্জাতিক মহল এ প্রক্রিয়াকে সমালোচনা করছে। যদিও সুনির্দিষ্ট ভোটগ্রহণের তারিখ এখনও জানায়নি জান্তা সরকার।

এরই মধ্যে গত বুধবার একটি নতুন আইন পাস করেছে সেনাশাসকরা। এতে বলা হয়েছে, নির্বাচন প্রক্রিয়া নস্যাৎ করার উদ্দেশ্যে কেউ বক্তব্য দিলে বা প্রতিবাদ করলে তার সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে।

মিয়ানমারে সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০২০ সালের নভেম্বরে। ওই নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ২০২১ সালের ১ নভেম্বর সেনাবাহিনী অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতা দখল করে জরুরি অবস্থা জারি করেছিল। সেনাপ্রধান মিন অং হ্লাইং তখন ক্ষমতা দখলের পর সামরিক সরকারের প্রধান হন। তিন বছরেরও বেশি সময় পর এখন জরুরি অবস্থা প্রত্যাহারের ঘোষণা এলো।

বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচন হলেও ক্ষমতায় থেকে যাবেন মিন অং হ্লাইং। তিনি প্রেসিডেন্ট কিংবা সশস্ত্র বাহিনীর প্রধান হিসেবে বাস্তবে দেশের নিয়ন্ত্রণ ধরে রাখবেন। গত বছর পরিচালিত আদমশুমারির তথ্য অনুযায়ী, দেশটির মোট ৫ কোটি ১০ লাখ জনসংখ্যার মধ্যে প্রায় ১ কোটি ৯০ লাখ মানুষের তথ্য সংগ্রহ করা সম্ভব হয়নি। গুরুতর নিরাপত্তা সংকটকে এর মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, নির্বাচনের সময় বিদ্রোহী গোষ্ঠীগুলো হামলা চালাতে পারে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন