ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম-ইন্ডিপেনডেন্ট (উলফা-আই) অভিযোগ করেছে, ১৩ জুলাই মিয়ানমারে তাদের ক্যাম্পে ভারতীয় সেনাবাহিনী ড্রোন হামলা চালিয়েছে। সংগঠনটি জানিয়েছে, হামলায় তাদের তিনজন শীর্ষ নেতা নিহত এবং অন্তত ১৯ জন আহত হয়েছেন।
রোববার ভোরে মিয়ানমারের সীমান্তবর্তী এলাকায় এই হামলা হয় বলে দাবি করেছে উলফা-আই। হামলায় গুরুতর আহত হন বেশ কয়েকজন সদস্য ও বেসামরিক নাগরিক। পরে আরও দুটি পৃথক হামলায় তাদের আরও দুইজন কমান্ডার নিহত হন বলে জানায় সংগঠনটি।
উলফা-আই অভিযোগ করেছে, একই সময় ভারতের আরেক বিচ্ছিন্নতাবাদী সংগঠন পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) ক্যাম্পগুলোকেও লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। উল্লেখ্য, উলফা-আই ও পিএলএ উভয়ই উত্তর-পূর্ব ভারতের স্বাধীনতার দাবিতে সশস্ত্র আন্দোলন চালিয়ে আসছে এবং মিয়ানমারের সীমান্ত এলাকায় তাদের ঘাঁটি রয়েছে।
তবে ভারতীয় সেনাবাহিনী এই অভিযোগ অস্বীকার করেছে। গুয়াহাটির প্রতিরক্ষা জনসংযোগ কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মহেন্দ্র রাওয়াত বার্তা সংস্থা আইএএনএস-কে বলেন, “এ ধরনের কোনো অভিযানের বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই।”
উল্লেখ্য, উলফা-আই গোষ্ঠীটির নেতৃত্বে রয়েছেন পরেশ বড়ুয়া, যিনি বর্তমানে মিয়ানমারে অবস্থান করছেন বলে ধারণা করা হয়। সংগঠনটি স্বাধীনতা ছাড়া কোনো আলোচনায় রাজি নয়। তবে উলফার একটি অংশ ২০২৩ সালে ভারতের সঙ্গে শান্তিচুক্তি করে অস্ত্র সমর্পণ করেছিল।
সংশ্লিষ্ট অঞ্চলে বিদ্রোহী কার্যক্রম বিগত বছরগুলোতে কমলেও সীমান্তবর্তী এলাকাগুলোতে এমন উত্তেজনাকর পরিস্থিতি আবার নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।