Ridge Bangla

মিটফোর্ড হত্যায় আসল খুনির গ্রেপ্তার না হওয়া নিয়ে ক্ষোভ তারেক রহমানের

পুরান ঢাকার মিটফোর্ড এলাকায় প্রকাশ্যে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দেশের সর্বত্র ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। তবে এ ঘটনার প্রধান অভিযুক্তকে এখনও গ্রেপ্তার না করায় বিস্ময় প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (১২ জুলাই) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ‘জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সঙ্গে ছাত্রদলের মতবিনিময়’ অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, “হত্যাকারীকে এখনো ধরা হয়নি। ধরা হয়েছে অন্যদের। প্রধান আসামিকে কেন আড়াল করা হচ্ছে? আমাদের পক্ষ থেকে তো কখনো বলা হয়নি কাউকে ছাড়া দেওয়া যাবে। অন্যায়কারী যে-ই হোক, তার বিচার হতে হবে। দলীয় পরিচয়ে কাউকে প্রশ্রয় দেওয়ার প্রশ্নই ওঠে না।”

তিনি আরও বলেন, “দলীয় অবস্থান থেকে প্রমাণিত অভিযোগের ভিত্তিতে আমরা ব্যবস্থা নিয়েছি। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী কেন বসে আছে? সরকার কেন তাদের নির্দেশ দিচ্ছে না? খুনিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থতার দায় সরকারের।”

এ সময় ষড়যন্ত্রের আশঙ্কাও প্রকাশ করেন তারেক রহমান। তিনি বলেন, “ষড়যন্ত্র থামেনি, বরং আরও জোরালো হচ্ছে। বিবেকবান মানুষ বলছেন, নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। যারা মব তৈরি করছে, তাদের গ্রেপ্তার করা হচ্ছে না কেন? সরকার কেন তাদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে?”

জুলাই আন্দোলন এবং দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের হত্যার প্রসঙ্গ তুলে তিনি বলেন, “বিগত ১৫-১৬ বছরে বিএনপি, যুবদল ও ছাত্রদলের অনেক নেতা-কর্মী শহীদ হয়েছেন। বিএনপি জনগণের সমর্থনে সরকার গঠন করলে এসব হত্যার বিচার করবে।”

তারেক রহমান সকলকে আইনের শাসন, ন্যায়বিচার এবং গণতন্ত্র রক্ষার পক্ষে সোচ্চার থাকার আহ্বান জানান।

আরো পড়ুন