Ridge Bangla

মা হতে পারেন কিয়ারা আদভানি

বলিউডের জনপ্রিয় দম্পতি কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রার সংসারে শিগগিরই আসতে পারে নতুন অতিথি—এমন গুঞ্জনে উত্তাল মুম্বাই। শনিবার সকালে এই তারকা জুটিকে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে প্রবেশ করতে দেখা যায়, যা ঘিরেই শুরু হয় চরম কৌতূহল ও উত্তেজনা।

চলতি বছরের শুরুতেই তারা প্রথম সন্তানের আগমনের খবর জানান ভক্তদের। সাদা রঙের শিশুর মোজার একটি জোড়া হাতে নিয়ে পোস্ট করে লিখেছিলেন—‘আমাদের জীবনে নতুন অতিথি আসছে।’ এরপর থেকেই কিয়ারাকে মাঝেমধ্যেই জনসমক্ষে দেখা গেলেও সিদ্ধার্থ বরাবরই স্ত্রীকে মিডিয়ার চোখ থেকে আড়াল করে চলেছেন।

শনিবারও একই চিত্র দেখা যায়। হাসপাতালে প্রবেশের সময় সিদ্ধার্থ ছাতার আড়ালে কিয়ারাকে ঢেকে ভেতরে নিয়ে যান। তাদের সঙ্গে ছিলেন কিয়ারার বাবা। যদিও পাপারাজ্জিদের দৃষ্টি এড়ানো সম্ভব হয়নি—ভিডিও ও ছবি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, উভয় পরিবারের সদস্যরা ইতোমধ্যেই হাসপাতালে পৌঁছেছেন। ধারণা করা হচ্ছে, আজই তাদের ঘর আলো করে আসতে পারে প্রথম সন্তান। এ খবরে কিয়ারা-সিদ্ধার্থ ভক্তদের মধ্যেও আনন্দের জোয়ার বইছে।

২০২৩ সালে রাজকীয় আয়োজনে গাঁটছড়া বাঁধেন কিয়ারা ও সিদ্ধার্থ। এবার ২০২৫-এ মা হতে চলেছেন কিয়ারা। অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকে তিনি সিনেমার কাজ থেকে সাময়িক বিরতিতে থাকলেও সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে তাঁর উপস্থিতি সকলের নজর কেড়েছিল। এখন সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন—এই তারকা দম্পতির ঘরে নতুন অতিথির আগমনের আনুষ্ঠানিক ঘোষণার জন্য।

আরো পড়ুন