Ridge Bangla

মা হওয়ার স্বপ্ন অপূর্ণ রেখেই না ফেরার দেশে শেফালি জারিওয়ালা

‘কাঁটা লাগা’ গানের মাধ্যমে আলোচনায় আসা বলিউড অভিনেত্রী শেফালি জারিওয়ালার অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবার, বন্ধুবান্ধব এবং অনুরাগীদের মাঝে। শুক্রবার (২৮ জুন) রাতে মাত্র ৪২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই প্রাণবন্ত অভিনেত্রী। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো জানা না গেলেও, মুম্বাই পুলিশ ও ফরেনসিক বিভাগ তদন্ত শুরু করেছে।

শেফালির ঘনিষ্ঠরা জানিয়েছেন, তিনি ছিলেন অত্যন্ত উদার মনের মানুষ, বিশেষ করে শিশুদের প্রতি ছিল তার অগাধ ভালোবাসা। বহুবার প্রকাশ করেছিলেন মা হওয়ার আকাঙ্ক্ষা। তিনি ও তার স্বামী পরাগ একটি কন্যা সন্তান দত্তক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে দীর্ঘ ও জটিল প্রক্রিয়ার কারণে জীবদ্দশায় সেই ইচ্ছা পূরণ হয়নি।

এক সাক্ষাৎকারে শেফালি বলেছিলেন, ছোটবেলা থেকেই তার মাথায় সন্তান দত্তক নেওয়ার চিন্তা ছিল। বাবা এবং স্বামী পরাগের প্রতিক্রিয়া সম্পর্কে তিনি জানিয়েছিলেন, “বাবাকে রাজি করানো সহজ ছিল না। তিনি বলেছিলেন, প্রথমে নিজের সন্তান হোক, তারপর অন্য কাউকে দত্তক নিও।” তবে পরাগ তার সিদ্ধান্তে পাশে ছিলেন।

দত্তক প্রক্রিয়া শুরুর পর লকডাউনের কারণে তা থমকে যায়। শেফালি বলেছিলেন, “ভারতে দত্তক নেওয়া সহজ নয়, এতে প্রায় দুই-তিন বছর সময় লাগে।” শেফালিকে প্রায়ই শিশুদের সঙ্গে ছবি শেয়ার করতে দেখা যেত। তাদের মাঝে খুশি খুঁজে নিতেন তিনি।

দুঃখজনকভাবে, তিনি তার সবচেয়ে বড় ইচ্ছা মা হওয়া পূরণ না করেই বিদায় নিলেন। তার এই স্বপ্ন অপূর্ণই থেকে গেল, কিন্তু ভালোবাসায় সিক্ত শেফালির স্মৃতি রয়ে যাবে অসংখ্য হৃদয়ে।

আরো পড়ুন