Ridge Bangla

মা হওয়ার সুখবর দিলেন ক্যাটরিনা কাইফ

বিয়ের পর থেকেই বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফের মা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ছিল। প্রথমে বিষয়টি নিয়ে তিনি চুপ ছিলেন, তবে কিছুদিন আগে ঘনিষ্ঠ সূত্র বিষয়টি নিশ্চিত করে। এরপর একটি বিজ্ঞাপনের শুটিংয়ে ক্যাটরিনার স্ফীত পেট ক্যামেরায় ধরা পড়ায় গুজব আরও তীব্র হয়। অনুরাগীরা দীর্ঘদিন অপেক্ষা করছিলেন, কবে এই সুখবর প্রকাশিত হবে।

অবশেষে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ভক্তদের সঙ্গে সুখবর ভাগ করে নিলেন ক্যাটরিনা কাইফ ও স্বামী ভিকি কৌশল। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা একটি সাদা-কালো ফ্রেম শেয়ার করেছেন, যেখানে ক্যাটরিনা তার স্ফীত পেট আগলে রেখেছেন এবং ভিকি পাশে দাঁড়িয়ে তাকে সাপোর্ট করছেন। ছবির ক্যাপশনে তারা লিখেছেন, “একরাশ উচ্ছ্বাস নিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছি।”

এই পোস্টের সঙ্গে সঙ্গে শুভেচ্ছার বন্যায় ভাসছে তারকা দম্পতি। বলিউডের সহকর্মীদের মধ্যে সোনাম কাপুর, নেহা ধুপিয়া এবং আরও অনেকেই তাদের অভিনন্দন জানিয়েছেন।

এর আগেও গত জুলাইয়ে আলিবাগে ছুটি কাটাতে যাওয়ার সময় পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন ক্যাটরিনা। সাদা ঢিলেঢালা পোশাক, মেকআপহীন মুখ এবং ভিকির আগলে রাখা উপস্থিতি তখন থেকেই মা হওয়ার জল্পনা উসকে দেয়।

ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, অক্টোবরের ১৫ থেকে ৩০ তারিখের মধ্যে ডেলিভারি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা এখনও দম্পতির পক্ষ থেকে আসেনি। তবে অনুরাগীরা তাদের নতুন অতিথির আগমনের জন্য উত্তেজিত হয়ে অপেক্ষা করছেন।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২০

আরো পড়ুন