রাজধানীর মোহাম্মদপুরে ফ্ল্যাটে ঢুকে মা–মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় পলাতক গৃহকর্মী আয়েশাকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১০ ডিসেম্বর) ঝালকাঠির নলছিটি উপজেলায় অভিযান চালিয়ে মোহাম্মদপুর থানা পুলিশ তাকে আটক করে। এর আগে তার স্বামীকে সাভার থেকে আটক করা হলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আয়েশার অবস্থান শনাক্ত করা সম্ভব হয়।
ডিএমপির তেজগাঁও বিভাগের এডিসি মোহাম্মাদ জুয়েল রানা জানান, ক্লুলেস এই জোড়া হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে গিয়ে পুলিশ জানতে পারে ছয় মাস আগেও মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় এক বাসায় চুরি করেছিল আয়েশা। তার অতীত অপরাধের তথ্য সামনে আসায় তদন্তে নতুন দিক যুক্ত হয়েছে।
গত সোমবার শাহজাহান রোডের ১৪ তলা ভবনের সপ্তম তলার বাসা থেকে লায়লা আফরোজ (৪৮) ও তার স্কুলপড়ুয়া মেয়ে নাফিসা বিনতে আজিজের (১৫) মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর লায়লার স্বামী আজিজুল ইসলাম মামলা দায়ের করেন। সেদিন গৃহকর্মী আয়েশার কোনো খোঁজ না মেলায় শুরু থেকেই তাকে সন্দেহের তালিকায় রাখা হয়।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, ঘটনার দিন সকাল ৯টা ৩৬ মিনিটে স্কুলড্রেস পরিহিত এক তরুণী ব্যাগ কাঁধে নিয়ে ভবন থেকে বেরিয়ে যান। পরে নিশ্চিত হওয়া যায়, তিনি নাফিসার পোশাক পরে বের হওয়া গৃহকর্মী আয়েশাই। মা–মেয়েকে হত্যার পর পালানোর উদ্দেশ্যে তিনি এমন কৌশল নেন। পুলিশ জানায়, সোমবার রাত থেকে আয়েশাকে ধরতে ঢাকার বিভিন্ন এলাকায় টানা অভিযান চালানো হয়, কিন্তু অবস্থান বদলাতে থাকায় তাকে পাওয়া যাচ্ছিল না। অবশেষে বুধবার ঝালকাঠির নলছিটিতে তাকে গ্রেপ্তার করা হয়। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ঘটনাস্থল থেকেই উদ্ধার করা হয়েছে।