Ridge Bangla

‘মা’ চরিত্রে দর্শকের ভালোবাসায় রেশমা আহমেদ

অভিনয়ের জগতে ‘মা’ চরিত্রে এক বিশেষ জায়গা করে নিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী রেশমা আহমেদ। গত কয়েক বছরে তার অভিনয়জীবনে মায়ের ভূমিকাই হয়ে উঠেছে প্রধান। যদিও তিনি কখনো বোন, কখনো আত্মীয়ার চরিত্রেও অভিনয় করেছেন, তবে দর্শক তাকে সবচেয়ে বেশি আপন করে নিয়েছেন মায়ের চরিত্রে।

রেশমা আহমেদ জানান, তিনি এখন প্রতি মাসে গড়ে বিশটি একক নাটকে অভিনয় করছেন, যা শুনে অনেকে অবাক হলেও এটি তার প্রতিদিনের বাস্তবতা। নিরবচ্ছিন্ন পরিশ্রম ও পেশাদারিত্বই তাকে এই অবস্থানে নিয়ে এসেছে।

একক নাটকের পাশাপাশি রেশমা নিয়মিতভাবে অভিনয় করছেন জনপ্রিয় ধারাবাহিক নাটকেও। তার অভিনয়ের পরিধি এতটাই বিস্তৃত যে নির্মাতারা তাকে যেকোনো জটিল বা আবেগঘন চরিত্রে আত্মবিশ্বাসের সঙ্গে কাস্ট করেন। মায়ের চরিত্রে তার গভীরতা, সংবেদনশীলতা ও বাস্তবতা দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়।

বর্তমানে তিনি রাজধানীর বাইরে পূবাইলে কাজ করছেন অরণ্য আনোয়ারের নতুন ধারাবাহিক ‘ফ্রম নোয়াখালী’ নাটকে। একই সঙ্গে অভিনয় করছেন সনজিত সরকারের ‘ম্যানেজ মাস্টার’, রুমান রুনির ‘গিট্টু’, ফরিদুল হাসানের ‘ফাপড়’, কায়সার আহমেদের ‘গোলমাল’ এবং নাসিরুদ্দিন মাসুদের ‘টাট্টুঘোড়ার দল’ নাটকে।

মডেল হিসেবেও সফল রেশমা, বিশেষ করে ‘প্রাইম ব্যাংকের’ বিজ্ঞাপনে মায়ের চরিত্রে অভিনয় করে পেয়েছেন প্রশংসা। তিনি বলেন, “আমার জীবন চ্যালেঞ্জে ভরা। অভিনয় শুরু করেছিলাম শখের বশে, কিন্তু এখন এটা আমার ভালোবাসা ও পেশা। দর্শক আর পরিবারের ভালোবাসাই আমাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে।”

প্রথম নাটক ‘বিতাংশ’ (পরিচালনায় সীমান্ত সজল) দিয়ে তার যাত্রা শুরু হয়। এখন তার লক্ষ্য দর্শকের ভালোবাসা ও বিশ্বাসকে আজীবন ধরে রাখা।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন