Ridge Bangla

মালিবাগে শপিং মল থেকে ৫০০ ভরি স্বর্ণ চুরি

ঢাকার যাত্রাবাড়ীর একটি মার্কেট থেকে স্বর্ণ চুরির ঘটনা শান্ত না হতেই এবার মালিবাগের শপিং মল থেকে প্রায় ৫০০ ভরি স্বর্ণ চুরি হয়েছে। বুধবার (৮ অক্টোবর) রাত ৩টার দিকে মালিবাগের ফরচুন শপিং মলের ‘শম্পা জুয়েলার্স’ থেকে এই চুরির ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, চোর চক্রের দুইজন বোরকা পরে দোকানে প্রবেশ করে শাটারের তালা কেটে বিপুল পরিমাণ স্বর্ণ লুট করে। শম্পা জুয়েলার্সের মালিক জানান, দোকানে সাজানো ছিল প্রায় ৪০০ ভরি স্বর্ণের অলংকার, পাশাপাশি ১০০ ভরির বন্ধক রাখা স্বর্ণ এবং প্রায় ৪০ হাজার টাকা। সবকিছুই চোরেরা চুরি করে নিয়ে গেছে।

মালিক জানান, বুধবার রাত ৯টার দিকে দোকান বন্ধ করে বাসায় চলে যান। ভোরে মার্কেটের দারোয়ান খবর দিলে এসে দেখেন সবকিছু চুরি হয়ে গেছে। এ ঘটনায় পুরো শপিং মলজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

এর আগে, গত রোববার (৫ অক্টোবর) রাজধানীর যাত্রাবাড়ীতে আরেকটি জুয়েলারি দোকান থেকে প্রায় ১২৫ ভরি স্বর্ণালংকার এবং প্রায় পৌনে ৩ লাখ টাকা চুরি হয়। এ ঘটনায় মঙ্গলবার (৭ অক্টোবর) যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। মালিবাগ ও যাত্রাবাড়ীতে সাম্প্রতিক এ ধরনের চুরির ঘটনায় স্বর্ণের দোকান মালিক ও ক্রেতাদের মধ্যে নিরাপত্তা নিয়ে ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয়েছে। পুলিশ বলেছে, চোর চক্রকে ধরার জন্য টিম গঠন করা হয়েছে এবং বাজারের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ জোরদার করা হয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ৩০

আরো পড়ুন