দক্ষিণ ভারতের প্রখ্যাত অভিনেতা মোহনলাল ২০২৫ সালের প্রথম ছয় মাসেই মালায়ালাম চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে গড়েছেন এক অনন্য রেকর্ড। চলতি বছরে মুক্তি পাওয়া তার দুটি সিনেমা—‘এল টু: এমপুরান’ এবং ‘থুদারুম’—বিশ্বব্যাপী বক্স অফিসে আয় করেছে মোট ৫০৫.৬৫ কোটি রুপি। মালায়ালাম সিনেমার ইতিহাসে এটাই প্রথমবার, কোনো অভিনেতার দুটি সিনেমা এক বছরে এমন বিপুল অঙ্কের আয় করেছে।
‘এল টু: এমপুরান’ মুক্তি পায় ২৭ মার্চ। এটি ২০১৯ সালের হিট সিনেমা ‘লুসিফার’-এর সিকুয়েল এবং পরিচালনায় ছিলেন পৃথ্বীরাজ সুকুমারণ। ছবিটিতে ২০০২ সালের গুজরাট দাঙ্গার কিছু বাস্তবচিত্র তুলে ধরা হয়েছে। মুক্তির মাত্র ১০ দিনের মধ্যেই ছবিটি ২৫০ কোটি রুপি অতিক্রম করে এবং শেষ পর্যন্ত আয় দাঁড়ায় ২৬৮.০৫ কোটি রুপি।
অন্যদিকে, মোহনলালের দ্বিতীয় ছবি ‘থুদারুম’ মুক্তি পায় গত মাসে। থারুন মূর্তির পরিচালনায় ছবিটি মূলত একটি প্রতিশোধমূলক কাহিনি হলেও এতে পারিবারিক আবেগ, মানবিক সম্পর্কের জটিলতা এবং সংবেদনশীল দিকগুলো গভীরভাবে তুলে ধরা হয়েছে। ছবিটি এখনো প্রেক্ষাগৃহে দর্শকপ্রিয়তা ধরে রেখেছে এবং এর আয় ইতোমধ্যে ২৩৭.৬০ কোটি রুপি ছাড়িয়েছে। বিশ্লেষকদের মতে, আয় আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।
টানা দুটি ব্লকবাস্টার উপহার দিয়ে মোহনলাল এখন মালায়ালাম চলচ্চিত্রপ্রেমীদের নতুন প্রত্যাশার কেন্দ্রে। তার আসন্ন প্রকল্পগুলো নিয়ে ইতোমধ্যেই শুরু হয়েছে জোর আলোচনা। এবার দেখার বিষয়, তিনি কতটা সফলভাবে এই প্রত্যাশার ভার বহন করতে পারেন।