ভারতের দক্ষিণী চলচ্চিত্র অঙ্গনের জনপ্রিয় অভিনেত্রী লক্ষ্মী মেননের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। সম্প্রতি কেরালার কোচির এনার্কুলামে এক নারী প্রযুক্তিবিদকে অপহরণ ও শারীরিক লাঞ্ছনার ঘটনায় তাঁকে প্রধান আসামি করে মামলা দায়ের হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি স্থানীয় একটি বারে দুই পক্ষের মধ্যে হাতাহাতির জের ধরে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী নারী আলিয়ার শাহ সলিম এনার্কুলাম থানায় অভিযোগ দায়ের করেন। মামলায় অভিনেত্রী ছাড়াও তাঁর তিন ঘনিষ্ঠ বন্ধুকে অভিযুক্ত করা হয়েছে। ইতোমধ্যেই তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, তবে মামলার মূল আসামি লক্ষ্মী মেনন এখনও আত্মগোপনে রয়েছেন।
অভিযোগে বলা হয়, বারের তর্ক-বিতর্ক রাস্তায় গড়ালে ভুক্তভোগী ও তাঁর বন্ধুরা সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু অভিযুক্তরা তাঁদের গাড়ির পেছনে ধাওয়া করে। পরে রাত সাড়ে ১১টার দিকে এনার্কুলামের উত্তর রেলওয়ে ওভারব্রিজের কাছে তাঁদের গাড়ি আটকে ভুক্তভোগীকে জোর করে টেনে নামানো হয়। এরপর আলিয়ার শাহ সলিমকে মুখ বেঁধে মারধর করা হয় এবং এক নির্জন স্থানে নিয়ে শারীরিক নির্যাতন চালানো হয়। পুলিশ জানিয়েছে, এই ঘটনাকে পূর্ববর্তী বিরোধের প্রতিশোধ হিসেবে পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। যদিও অভিনেত্রীর পরিবার এ অভিযোগকে ভিত্তিহীন দাবি করেছে।
উল্লেখ্য, লক্ষ্মী মেনন ২০১১ সালে পরিচালক বিনয়নের ‘রাঘাবন্তে স্বত্তম রাজিয়া’ চলচ্চিত্রের মাধ্যমে মালায়ালাম সিনেমায় অভিষেক করেন। পরবর্তীতে তিনি একাধিক চলচ্চিত্রে অভিনয় করে দক্ষিণী চলচ্চিত্র জগতে জনপ্রিয়তা অর্জন করেন। তবে সাম্প্রতিক এই ঘটনায় তাঁর ক্যারিয়ার বড় ধরনের ধাক্কার মুখে পড়তে পারে বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।