সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছে বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা অভিনীত নতুন আইটেম গান ‘পয়জন বেবি’। ‘থাম্মা’ সিনেমার এই গানে তার পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন অসংখ্য ভক্ত। কিন্তু সবার প্রশংসার মাঝেই আপত্তি জানিয়েছেন তার একমাত্র ছেলে আরহান খান।
ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে মালাইকা জানিয়েছেন, “আমার ছেলে ‘পয়জন বেবি’ গানটি দেখেছে। ও তো সমালোচনা করতে ছাড়ে না! সরাসরি বলেছে, ‘মা, তুমি এভাবে নাচতে পারো না!’” কথাটি শুনে হাসতে হাসতে অভিনেত্রী আরও বলেন, “আসলে ও মজা করে বলেছে, সব সময়ই আমাকে খেপায়।”
২২ বছর বয়সী আরহান বর্তমানে যুক্তরাষ্ট্রে পড়াশোনা করছেন। তবে মায়ের প্রতিটি কাজই নজরে রাখেন তিনি। এর আগেও মায়ের ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য করেছিলেন আরহান। মালাইকা যখন অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে ছিলেন, তখন সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষ ও সমালোচনার মুখে পড়তে হয় তাকে। সেই সময় ছেলেও মায়ের পাশে দাঁড়িয়েছিলেন, যদিও বন্ধুমহলে নানা কথা শুনতে হয়েছিল বলে জানিয়েছিলেন আরহান নিজেই।
মালাইকা জানিয়েছেন, নাচের প্রতি আরহানেরও আগ্রহ আছে। “ছেলেও চমৎকার নাচে। আমরা যখন বাসায় একসঙ্গে থাকি, তখন ‘মুন্নি বদনাম হুই’ গানে একসঙ্গে নাচি,” আনন্দের সঙ্গে বলেন তিনি।