Ridge Bangla

মালয়েশিয়া সফরে প্রধান উপদেষ্টা, সম্ভাবনা পাঁচ সমঝোতা স্মারকের

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিন দিনের সরকারি সফরে সোমবার (১১ আগস্ট) কুয়ালালামপুর যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সফরে শ্রমবাজার সম্প্রসারণ, রোহিঙ্গা প্রত্যাবাসন, গভীর সমুদ্রের সুষ্ঠু ব্যবহার, কৃষি উন্নয়ন এবং দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদারসহ নানা ইস্যুতে আলোচনা হবে।

রোববার (১০ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি (পিডি) শাহ আসিফ রহমান এসব তথ্য জানান। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও উপস্থিত ছিলেন।

ব্রিফিংয়ে জানানো হয়, সফরকালে প্রায় পাঁচটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে। মঙ্গলবার (১২ আগস্ট) পুত্রযায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন ড. ইউনূস। বৈঠকে রোহিঙ্গা সংকট নিরসনে মালয়েশিয়াসহ আসিয়ানভুক্ত দেশগুলোর আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হবে। শ্রমবাজার সম্প্রসারণ ও প্রবাসী কর্মীদের সুযোগ বাড়ানোর পাশাপাশি গভীর সমুদ্রের সম্পদ ব্যবস্থাপনা, কৃষি প্রযুক্তি বিনিময় এবং বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পাবে।

সফরের অংশ হিসেবে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সঙ্গেও সাক্ষাৎ হতে পারে ড. মুহাম্মদ ইউনূসের। এছাড়া সফরসঙ্গী হিসেবে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, আইন উপদেষ্টা আসিফ নজরুলসহ আরও কয়েকজন সিনিয়র কর্মকর্তা থাকতে পারেন।

উল্লেখ্য, গত বছরের অক্টোবরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে বাংলাদেশ সফর করেছিলেন। এবার সেই সৌজন্য ফেরত দিতেই এবং দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে এ সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা।

আরো পড়ুন