Ridge Bangla

মালয়েশিয়ার বিমানবন্দরে ৯৮ বাংলাদেশিকে প্রবেশে বাধা

মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশের অনুমতি না পেয়ে আটকা পড়েছেন ৯৮ বাংলাদেশি নাগরিক। শুক্রবার (১৫ আগস্ট) মালয়েশীয় বার্তাসংস্থা বার্নামা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস) বৃহস্পতিবার রাত ১টা থেকে সকাল ৭টা ৩০ মিনিট পর্যন্ত বিমানবন্দরের প্রথম টার্মিনালে অভিযান চালায়। এ সময় মোট ১৮১ জন যাত্রীর কাগজপত্র পরীক্ষা করেন কর্মকর্তারা। তাদের মধ্যে ৯৮ জন বাংলাদেশি দেশটিতে প্রবেশের জন্য প্রয়োজনীয় বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। পরে কর্তৃপক্ষ তাদের ‘নো টু ল্যান্ড’ নোটিশ প্রদান করে।

একেপিএস এক বিবৃতিতে জানিয়েছে, আটকে পড়া যাত্রীরা ভোরে ঢাকা থেকে একটি ফ্লাইটে কুয়ালালামপুরে পৌঁছান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দিনের বেলা কঠোর ইমিগ্রেশন পরীক্ষার মুখোমুখি না হতে তারা ভোরের ফ্লাইট বেছে নেন। তবে বিমানবন্দরে নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে তাদের কাগজপত্র যাচাই করা হয় এবং অনিয়ম ধরা পড়লে প্রবেশ নিষেধাজ্ঞা জারি করা হয়।

সংস্থাটি আরও জানায়, বৈধ কাগজপত্র ছাড়া মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করা সম্পূর্ণ অবৈধ এবং আইন লঙ্ঘনের শামিল। তাই এমন যাত্রীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। এই ঘটনায় কুয়ালালামপুর বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে একেপিএস। কর্তৃপক্ষ বৈধ ভিসা, কাজের অনুমতি ও অন্যান্য প্রয়োজনীয় নথি ছাড়া ভ্রমণ না করার জন্য যাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন