Ridge Bangla

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল কুয়ালালামপুর

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের পদত্যাগের দাবিতে হাজার হাজার মানুষ রাজপথে নেমেছেন। ‘তুরুন আনোয়ার’ (আনোয়ার, সরে যাও) স্লোগানে মুখরিত হয়ে উঠে শহরের বিভিন্ন এলাকা। নির্বাচনী প্রতিশ্রুতি ভঙ্গ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আয়োজিত এই বিক্ষোভে ব্যাপক জনসমাগম ঘটে। নিরাপত্তা রক্ষার্থে শহরজুড়ে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

‘ফ্রি মালয়েশিয়া টুডে’-এর বরাতে জানা গেছে, শনিবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে বিক্ষোভকারীরা মারদেকা স্কয়ার ও আশপাশের এলাকায় অবস্থান নেন। তাদের হাতে ছিল নানা ধরনের প্ল্যাকার্ড ও ব্যানার—যেখানে প্রধানমন্ত্রীর পদত্যাগ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও অর্থনৈতিক সংস্কারের দাবি জানানো হয়। আয়োজকদের দাবি, হাজার হাজার মানুষ কুয়ালালামপুরে অংশ নিয়েছেন এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাসযোগে লোকজন সমাবেশে এসেছে।

এই বিক্ষোভে অংশ নিয়েছে বিরোধী রাজনৈতিক জোট পেরিকাতান ন্যাশনাল (PN), পার্টি ইসলাম মালয়েশিয়া (PAS), মালয় জাতি-ভিত্তিক মানবাধিকার সংগঠন এবং কিছু ক্ষুদ্র রাজনৈতিক দল। সমাবেশে বক্তৃতা দিয়েছেন সাবেক দুই প্রধানমন্ত্রী—মাহাথির মোহাম্মদ এবং মুহিউদ্দিন ইয়াসিন। মুহিউদ্দিন পিএন জোটের গুরুত্বপূর্ণ নেতা এবং উপস্থিত ছিলেন পিএএস প্রেসিডেন্ট আব্দুল হাদি আওয়াংও।

প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তিন বছর ধরে দেশ পরিচালনা করছেন। তবে তার মেয়াদকালে মালয়েশিয়ায় নজিরবিহীন মূল্যস্ফীতি ও অর্থনৈতিক সঙ্কট দেখা দেয়, যার প্রেক্ষিতে সরকারবিরোধী ক্ষোভ ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে। জনরোষ প্রশমনে গত সপ্তাহে আনোয়ার সব প্রাপ্তবয়স্ক নাগরিককে নগদ সহায়তা ও জ্বালানির দাম কমানোর প্রতিশ্রুতি দিলেও বিক্ষোভকারীরা তাতে সন্তুষ্ট নন।

পুলিশ জানিয়েছে, বিক্ষোভ নিয়ন্ত্রণে সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত বড় ধরনের সহিংসতা ছাড়াই সমাবেশ চলেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই বিক্ষোভ মালয়েশিয়ার সরকার ও আনোয়ার ইব্রাহিমের জন্য বড় চাপ তৈরি করতে পারে।

আরো পড়ুন