মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকরা এখন থেকে সে দেশের অন্যান্য শ্রমিকদের মতোই সমান সামাজিক সুরক্ষা সুবিধা পাবেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।
তিনি বলেন, মালয়েশিয়া সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে এবং এটি দুই দেশের সম্পর্ককে আরও মজবুত করেছে। বৈঠকে শ্রমিক কল্যাণ, অবৈধ শ্রমিকদের বৈধকরণ ও নতুন কর্মসংস্থান তৈরির বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। শফিকুল আলম জানান, মালয় ভাষা ও ইংরেজিতে দুর্বল শ্রমিকদের জন্য বাংলা ভাষায় অভিযোগ দাখিলের সুযোগ থাকবে। পাশাপাশি মালয়েশিয়ায় বাংলাদেশি নিরাপত্তারক্ষী ও কেয়ারগিভার নিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে, যা ভবিষ্যতে বাস্তবায়নের আশা করা হচ্ছে।
এছাড়া মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের কাজের সুযোগ দিতে ‘গ্র্যাজুয়েট প্লাস’ প্রোগ্রাম চালুর বিষয়েও আলোচনা হয়েছে। মালয়েশিয়ার পক্ষ থেকে এ বিষয়ে কাজ করার আশ্বাস দেওয়া হয়েছে। প্রেস সচিব আরও জানান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অবৈধ শ্রমিকদের বৈধ করার অগ্রগতি নিয়েও আলোচনা হয়েছে, যা শ্রমিকদের জন্য বড় সুবিধা বয়ে আনবে।
বাণিজ্য ক্ষেত্রেও দ্রুত অগ্রগতির জন্য মালয়েশিয়ার সঙ্গে ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট (এফটিএ) করার পরিকল্পনার কথা জানানো হয়। বর্তমানে বাংলাদেশ বছরে প্রায় তিন বিলিয়ন ডলারের খাদ্য ও অন্যান্য পণ্য মালয়েশিয়া থেকে আমদানি করে। এফটিএ হলে দুই দেশের বাণিজ্য আরও ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে। এছাড়া জাপান ও সিঙ্গাপুরের সঙ্গেও এফটিএ নিয়ে আলোচনা চলছে।