Ridge Bangla

মালয়েশিয়ায় ফের আটকে দেওয়া হলো ৮০ জন বাংলাদেশিকে

মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে (KLIA) আবারও এক বিশেষ অভিযানে নিরাপত্তা যাচাইয়ে ব্যর্থ হওয়ায় ৮০ জন বাংলাদেশিসহ মোট ৯৯ জন বিদেশিকে দেশটিতে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। শুক্রবার (২৫ জুলাই) সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত মালয়েশিয়ার বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সি (AKAPS) পরিচালিত অভিযানে তাদের আটকে দিয়ে দেশে ফেরত পাঠানো হয়।

অভিযান চলাকালে ৪০০ জনেরও বেশি যাত্রীর ব্যাকগ্রাউন্ড, ভিসা, ট্রাভেল নথি এবং তাদের ভ্রমণের উদ্দেশ্য যাচাই করে দেখা যায়, অনেক যাত্রী সন্দেহজনক তথ্য দিয়েছেন কিংবা মালয়েশিয়ার অভিবাসন নীতির শর্ত পূরণে ব্যর্থ হয়েছেন। এসব কারণেই তাদের ফেরত পাঠানো হয়।

বের করে দেওয়া ৯৯ জনের মধ্যে ৮০ জন বাংলাদেশি, ১০ জন ভারতীয় এবং ৯ জন পাকিস্তানি নাগরিক। মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, দেশটির অভিবাসন নীতির আওতায় বৈধ প্রক্রিয়া মেনেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (২৪ জুলাই) একই বিমানবন্দর থেকে ১২৩ বাংলাদেশিকে অনুরূপ কারণে ফিরিয়ে দেওয়া হয়। ফলে মাত্র দুইদিনেই KLIA থেকে ২০৩ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হলো, যা উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি করেছে।

বিশেষজ্ঞরা বলছেন, সঠিক ভিসা, পর্যাপ্ত বৈধ কাগজপত্র এবং ভ্রমণের যৌক্তিক কারণ ব্যতিরেকে বিদেশ ভ্রমণে গেলে এমন পরিস্থিতিতে পড়তে হচ্ছে অনেক বাংলাদেশিকে। মালয়েশিয়ার অভিবাসন কর্তৃপক্ষ এখন অনেক বেশি কঠোরভাবে যাচাই-বাছাই চালাচ্ছে, যা আগাম সতর্ক সংকেত হিসেবে দেখা উচিত।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন