মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের পুলাউ ইন্দাহ শিল্প এলাকায় বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে শুরু হওয়া বৃহৎ অভিযানে ৬৬২ জন বিদেশি অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। আটককৃতদের মধ্যে বাংলাদেশি আছেন ১৫০ জন।
সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগের পরিচালক খাইরুল আমিনুস কামারুদিন জানিয়েছেন, প্রায় চার মাসের গোয়েন্দা নজরদারির পর এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১০০টির বেশি স্থাপনায় তল্লাশি চালানো হয় এবং ৯টি দোকান ঘিরে ফেলা হয়। এতে ইমিগ্রেশন বিভাগ ছাড়াও রয়েল মালয়েশিয়ান পুলিশ, মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি, এয়ার অপারেশনস ফোর্স, ক্লাং সিটি কাউন্সিল এবং জাতীয় নিবন্ধন বিভাগের মোট ২৪২ জন কর্মকর্তা অংশ নেন।
পরিচালক জানান, তল্লাশির সময় মোট ১,১৩২ জনকে চেক করা হয়। তাদের মধ্যে ৬৪৩ জন পুরুষ ও ১৯ জন নারীকে আটক করা হয়, যাদের বয়স ১৬ থেকে ৮০ বছরের মধ্যে। আটককৃতদের মধ্যে ইন্দোনেশিয়ার নাগরিক ৪৩৭ জন, বাংলাদেশের ১৫০ জন, পাকিস্তানের ৩৫ জন, মিয়ানমারের ৩৬ জন, নেপালের ২৪ জন এবং ভারতের ১০ জন রয়েছেন।
প্রথমে তাদের সেলাঙ্গর ইমিগ্রেশন অফিসে নিয়ে নথিপত্র যাচাই করা হয় এবং পরে সেমেনিহ ইমিগ্রেশন ডিপোতে স্থানান্তর করা হয়।
অভিযানে আটক ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগগুলোর মধ্যে রয়েছে— বৈধ পরিচয়পত্র না থাকা, ভিসার শর্ত ভঙ্গ, নির্ধারিত সময়ের বেশি অবস্থান এবং ভুয়া বা অচেনা কার্ড ব্যবহার। এছাড়া অনিয়মে পরিচালিত এক বিদেশি শ্রমিক ডরমেটরি শনাক্ত করা হয়েছে, যা জনশক্তি বিভাগে তদন্তের জন্য পাঠানো হয়েছে।
পরিচালক খাইরুল আমিনুস বলেন, আটক অভিবাসীদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩, পাসপোর্ট আইন ১৯৬৬, ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ এবং মানবপাচার ও অভিবাসী চোরাচালান বিরোধী আইন ২০০৭ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।