Ridge Bangla

মালয়েশিয়ান সুন্দরীর যৌন হেনস্তার অভিযোগ ভারতীয় পুরোহিতের বিরুদ্ধে

মালয়েশিয়ার মিস গ্র্যান্ড ২০২১ খেতাবজয়ী অভিনেত্রী লিশাল্লিনি কানারান অভিযোগ করেছেন, আশীর্বাদ দেওয়ার নাম করে তাকে যৌন হেনস্তা করেছেন এক ভারতীয় পুরোহিত। ইতোমধ্যে অভিযুক্তকে খুঁজে বের করতে অভিযান শুরু করেছে মালয়েশিয়া পুলিশ।

ঘটনাটি ঘটে ২১ জুন, কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত সেপাং জেলার মারিয়াম্মান মন্দিরে। লিশাল্লিনি জানান, পূজার নিয়ম শেখানোর জন্য ওই পুরোহিত আগেও তাকে সহায়তা করেছিলেন। সেদিনও তিনি বলেন, “তোমার জন্য পবিত্র জল ও সুরক্ষা সূত্র এনেছি”। এরপর তাকে নিজের কক্ষে নিয়ে যান।

ইনস্টাগ্রামে নিজের অভিজ্ঞতা প্রকাশ করে লিশাল্লিনি বলেন, পুরোহিত প্রথমে তার গায়ে জল ছিটাতে থাকেন। কিছুক্ষণ পর হঠাৎ তার জামার ভেতরে হাত দেন এবং অশোভনভাবে স্পর্শ করেন। তিনি লেখেন, “আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম। ভাবতেই পারিনি, এমন জায়গায় এমন কিছু ঘটতে পারে।”

লিশাল্লিনি আরও বলেন, ঘটনার পর আতঙ্কে নিজেকে ঘরবন্দি করে ফেলেন। পরে মা ভারত থেকে ফিরে এলে পুরো ঘটনা জানান এবং পরিবারের সঙ্গে আলোচনা করে পুলিশে অভিযোগ দায়ের করেন।

সেপাংয়ের পুলিশ প্রধান এসিপি নরহিজাম বাহামান জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তি একজন ভারতীয় নাগরিক এবং তিনি মূল পুরোহিতের অনুপস্থিতিতে সাময়িকভাবে দায়িত্ব পালন করছিলেন। প্রাথমিক তদন্তে অভিযোগের কিছু সত্যতা পাওয়া গেছে। লিশাল্লিনি দাবি করেন, পুরোহিতের বিরুদ্ধে আগেও অভিযোগ ছিল, যা মন্দির কর্তৃপক্ষ ধামাচাপা দেয়।

তিনি বলেন, “যেখানে নিজেকে সবচেয়ে নিরাপদ ভাবতাম, সেখানেই এমন অভিজ্ঞতা হবে, ভাবতেও পারিনি।”

আরো পড়ুন