Ridge Bangla

মার্টিন লুথার কিং হত্যার গোপন নথি প্রকাশ; তোলপাড় যুক্তরাষ্ট্রে

মার্কিন নাগরিক অধিকার আন্দোলনের কিংবদন্তি নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের হত্যাকাণ্ড সম্পর্কিত দুই লাখ ত্রিশ হাজারের বেশি পৃষ্ঠার গোপন নথি অবশেষে প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। সোমবার (২১ জুলাই) এ ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গাবার্ড। আনাদোলু এজেন্সির বরাতে এ তথ্য জানানো হয়।

এই বিশাল দলিলপত্রে রয়েছে কিংয়ের ওপর এফবিআইয়ের নজরদারি, বিভিন্ন তৎপরতা এবং আগে কখনো প্রকাশ না হওয়া সিআইএর গোপন রেকর্ড। ১৯৭৭ সালে আদালতের আদেশে এগুলো জনসাধারণের চোখের আড়ালে রাখা হয়েছিল।

বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, নথি প্রকাশে মার্টিন লুথার কিংয়ের পরিবার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। কিংয়ের সন্তান মার্টিন লুথার কিং তৃতীয় ও বার্নিস কিং এক যৌথ বিবৃতিতে বলেন, “এই দলিল যেন আমাদের বাবার ভাবমূর্তি ক্ষুণ্ন না করে, তা নিশ্চিত করতে হবে। বিশ্লেষণের সময় সহানুভূতি, সংযম ও সম্মানবোধ বজায় রাখা জরুরি।” তারা আরও বলেন, “জীবদ্দশায় বাবার ওপর এফবিআই নেতৃত্বে যে নজরদারি ও হেয়প্রচারণা চালানো হয়েছিল, তা ছিল মানবাধিকারের চরম লঙ্ঘন।”

তবে কিং পরিবারের সব সদস্য একই মত পোষণ করছেন না। তার ভাইঝি আলভেদা কিং এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “স্বচ্ছতার এই পদক্ষেপ ঐতিহাসিক। আমি প্রেসিডেন্ট ট্রাম্প এবং জাতীয় গোয়েন্দা দপ্তরের প্রতি কৃতজ্ঞ।”

উল্লেখ্য, ১৯৬৮ সালের ৪ এপ্রিল টেনেসির মেমফিসে এক আততায়ীর গুলিতে নিহত হন মার্টিন লুথার কিং, মাত্র ৩৯ বছর বয়সে। পেশাদার অপরাধী জেমস আর্ল রে হত্যার দায় স্বীকার করলেও পরে ষড়যন্ত্রের শিকার বলে দাবি করেন। যদিও আদালত তা নাকচ করে। ১৯৯৮ সালে কারাগারেই তার মৃত্যু হয়।

নতুন প্রকাশিত নথিতে রয়েছে এফবিআইয়ের অভ্যন্তরীণ মেমো, কিংয়ের প্রতিটি গতিবিধির বিস্তারিত বিবরণ এবং সিআইএর তদন্ত রিপোর্ট। জাতীয় গোয়েন্দা দপ্তর জানিয়েছে, “দশকের পর দশক এই নথিগুলো অবহেলিতভাবে সংরক্ষিত ছিল। এই প্রথম সেগুলো জনসম্মুখে আনা হলো।”

এই উদ্যোগের সমন্বয় করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ, এফবিআই, সিআইএ এবং ন্যাশনাল আর্কাইভস। মার্কিন অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি বলেন, “একজন মহান নেতার হত্যাকাণ্ডের সত্য জানতে মার্কিন জনগণের অধিকার রয়েছে।”

তবে ডেমোক্র্যাটপন্থী বিরোধীদের মতে, ট্রাম্প প্রশাসনের নেতৃত্বে এই মুহূর্তে নথি প্রকাশের পেছনে রাজনৈতিক উদ্দেশ্যও থাকতে পারে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন