মার্কিন সাবেক ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের সিক্রেট সার্ভিস নিরাপত্তা বাতিল করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হ্যারিস জানুয়ারিতে পদত্যাগের পর আইনি প্রক্রিয়ায় ছয় মাস নিরাপত্তা পাওয়ার কথা থাকলেও, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন গোপনে তা আরও এক বছরের জন্য বাড়িয়েছিলেন।
তবে ট্রাম্পের নির্দেশে ১ সেপ্টেম্বর থেকে এ সুরক্ষা ব্যবস্থা বন্ধ হচ্ছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসিতে উল্লেখ করা হয়েছে। এর ফলে হ্যারিস তার লস অ্যাঞ্জেলেসের বাড়ি এবং বিভিন্ন স্থানে ভ্রমণের ক্ষেত্রে আর সরকারি নিরাপত্তা পাবেন না। হ্যারিসের স্বামী ডগ এমহফের নিরাপত্তা জুলাইতেই শেষ হয়েছিল।
ট্রাম্প প্রশাসনের দাবি, হ্যারিসের বিষয়ে সাম্প্রতি এমন কোনো হুমকি পাওয়া যায়নি যার কারণে তাকে অতিরিক্ত নিরাপত্তা দেওয়া লাগতে পারে। কিন্তু ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম ও লস অ্যাঞ্জেলেসের মেয়র ক্যারেন ব্যাস এ সিদ্ধান্তে তীব্র নিন্দা জানিয়েছেন। তারা একে রাজনৈতিক প্রতিশোধ বলে আখ্যা দিয়েছেন।
হ্যারিসের জীবনী “১০৭ ডায়েরি” প্রচারের আগে এ পদক্ষেপ নেওয়ায় সমালোচনার ঝড় উঠেছে। উল্লেখ্য, হ্যারিস দায়িত্ব পালনকালে একাধিক নিরাপত্তা হুমকির মুখে পড়েছিলেন।